PM Modi inaugurates Lata Mangeshkar Chowk in Ayodhya on her 93rd birth anniversary

Lata Mangeshkar : ৪০ ফুটের বীণা, অযোধ্যায় ‘লতা মঙ্গেশকর চক’ উপহার নরেন্দ্র মোদীর

আজ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রথম জন্মবার্ষিকী। চলতি বছর জানুয়ারি মাসে সকলকে কাঁদিয়ে চলে যান তিনি। বিশেষ উপলক্ষকে চিহ্নিত করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে বলেন, ‘লতা দিদির জন্মবার্ষিকীতে অনেক পুরনো কথা মনে পড়ে গেল। অনেক কিছু আছে, তাঁর স্নেহ বর্ষণের অসংখ্য স্মৃতি মনে রয়েছে। আমি আনন্দিত যে আজ অযোধ্যার একটি চকের নামকরণ করা হবে তাঁর নামে। সর্বশ্রেষ্ঠ ভারতীয় অন্যতম আইকনের মধ্যে একজনের জন্য উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি।’

আরও পড়ুন: Hoichoi: ষষ্ঠ সিজনের দিকে পা বাড়াল হইচই, আসছে ২৫টি নতুন সিরিজ

লতা মঙ্গেশকর স্মরণে উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) তৈরি হয়েছে ৪০ ফুটের বীণা। যার ওজন প্রায় ১৪ টন। বুধবার কালজয়ী শিল্পীর ৯৩ তম জন্মদিনে অযোধ্যায় তাঁর নামে ‘লতা মঙ্গেশকর চক’ (Lata Mangeshkar Chowk) উদ্বোধন হবে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath ) , কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষণ রেড্ডি।

অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। ‘ ভারতরত্ন’ শিল্পীর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে মন্দির নগরীতে। অযোধ্যার রামকথা পার্কে সেই অনুষ্ঠান হওয়ার কথা। লতা মঙ্গেশকরের জীবন নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করেছে অযোধ্য প্রশাসন।

আরও পড়ুন: Deepika Padukone: হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোন, কী হল নায়িকার