Pori Moni: Mohmmad Ashraful a formar captain of Bangladesh cricket team has proposed actress Pori Moni for marriage

Pori Moni: ফের বিয়ের পিঁড়িতে পরীমণি! এবার প্রস্তাব দিলেন বাংলাদেশি ক্রিকেটার

তিনি পরীমণি। তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জল্পনা ছিল এমনই, তিনি নাকি পঞ্চমবারের মত বিয়ে করতে চলেছেন? ঈদ উপলক্ষে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পেলেন তিনি? তাও কার কাছ থেকে? তিনি বাংলাদেশের জনপ্রিয় এক ক্রিকেট ব্যক্তিত্ব। প্রাক্তন অধিনায়ক, মোহাম্মদ আশরাফুল। ঘটনা সত্যি!

ইদের আগে থেকেই ব্যক্তিগত জীবনে নানা ধরনের ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা। তাঁর স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে ছড়িয়ে পড়েছিল তিন নায়িকার গোপন ভিডিয়ো। তার পর থেকেই শুরু সব অশান্তির। অনেক দিন হল বাড়ি থেকে দূরে তাঁরা। নায়িকাও প্রকাশ্যে আইনি বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তবে এখনও পর্যন্ত সে বিষয়ে কোনও নতুন তথ্য প্রকাশ্যে আসেনি। এক দিকে পরী যেমন তাঁর ছেলেকে নিয়ে ব্যস্ত। তেমনই রাজ ব্যস্ত তাঁর নতুন ছবির প্রচারের কাজে।

আরও পড়ুন: Jawan: টম ক্রুজের হাত ধরে পর্দায় শাহরুখের ‘জওয়ান’, জানুন ট্রেলার মুক্তির তারিখ

ঈদ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই একইসঙ্গে হাজির ছিলেন আশরাফুল এবং পরীমণি। সেখানেই এই ঘটনা। আশরাফুলকে জিজ্ঞেস করা হয় তিনি কোনোদিন কোনও মেয়েকে প্রপোজ করেছেন নাকি? এর উত্তরে তিনি সটান জবাব দেন, যে না! সরাসরি কোনও মেয়েকে সম্পর্কের জন্য আজ অবধি জিজ্ঞেস করা হয়নি তাঁর। তারপর? প্রাক্তন অধিনায়ককে চ্যালেঞ্জ দেওয়া হয় যে তিনি যেন পরীমণিকে প্রপোজ করে দেখান। এরপরই কান্ড করে বসলেন তিনি।

পরীকে সামনে বসিয়েই জিজ্ঞেস করেন, “আপনি কি সিঙ্গেল? আসলে আমার বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখছে..আপনি কি আমায় বিয়ে করবেন?” যদিও, এই ঘটনা ঘটেছে সম্পূর্ন মজার ছলেই। পরী নিজেও বেশ আনন্দ পেয়েছেন এই ঘটনায়।  অবশ্য বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী সবটাই হয়েছে মজার ছলে।

আরও পড়ুন: Rabindranath Tagore: অনুপম সৌভাগ্য! কবিগুরুর বেশে এ কোন অভিনেতা