একদিকে পরীমণি, আরেক দিকে বিদ্যা সিনহা মিম। মাঝখানে পরীমণির স্বামী সরিফুল ইসলাম রাজ। মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একরকম বোমা ফাটালেন পরীমণি! অবশ্য চুপ থাকলেন না মিমও। আকার ইঙ্গিতে তিনিও বুঝিয়ে দিলেন পরীমণির এরকম আচরণ মোটেই সভ্য নয়! প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন তিনি। কিন্তু পরীর সব অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড্ আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।’
‘পরাণ’, ‘দামাল’— সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা সরিফুল ইসলাম রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিন্হা সাহা মিম অভিনীত দুই ছবি। যে ছবির পরিচালক রায়হান রফি। রাজ আর মিমের জুটি রীতিমতো দর্শকের নজর কেড়েছে। এক দিকে যখন এই জুটি নিয়ে এত হইচই, ঠিক তখনই মিম এবং রাজের বিরুদ্ধে অভিযোগ আনলেন নায়কের স্ত্রী পরীমণি।
সমাজমাধ্যমে রীতিমতো আক্রমণ করলেন স্বামী এবং মিমকে। সঙ্গে দুষলেন ছবির পরিচালক রফিকেও। নায়িকা পরিচালকের উদ্দেশে লেখেন, “সিনেমার সাথে সাথে দালালিটাও ভাল করেন দেখি।” মিমের জন্য পরীমণির বার্তা, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। অন্য দিকে নিজের স্বামীকেও ছেড়ে কথা বলেননি তিনি। রাজের নাম উল্লেখ করে লেখেন, “এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ।”
আরও পড়ুন: Alia-Ranbir: কাপুর পরিবারে নতুন সদস্য! রণলিয়ার ছেলে হল না মেয়ে?
চুপ থাকলেন না বিদ্যা মিমও। নিজের বক্তব্যও স্পষ্ট করেছেন নায়িকা। লিখেছেন, “পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।”
এই ঘটনার পরে প্রায় দুদিন চুপ ছিলেন শরিফুল রাজ। শনিবার অবশ মুখ খোলেন তিনি। বলেন, ‘আমি আমার সব কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব- এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।’ রাজ আরও বলেন, ‘পরী কেনো ওই স্ট্যাটাস দিয়েছে সেটা পরীই বলতে পারবে, তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস, সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলবো, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যতা নেই।’
আরও পড়ুন: Shah Rukh Khan: ১৮ লক্ষের ঘড়ি-সহ মুম্বই বিমানবন্দরে ‘আটক’ শাহরুখ, ছাড়া পেতে কত টাকা দিতে হল?