প্রয়াত বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। বয়স হয়েছিল ৬৭ বছর। জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন পরিচালক, চলছিল ডায়ালিসিস। হঠাৎ করেই তাঁর শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। দ্রুত পরিস্থিতি বিগড়াতে থাকে, এদিন ভোররাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
শুক্রবার ভোর ৩.৩০টে নাগার মৃত্যু হয় ‘মর্দানি’র নির্দেশকের। টুইটারে শুক্রবার সকালে এই মর্মান্তিক খবর শেয়ার করেন পরিচালক হনসল মেহতা। তিনি লেখেন, ‘প্রদীপ সরকার দাদা…. শান্তিতে ঘুমিও’। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সান্টাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বিজ্ঞাপন জগত থেকেই কেরিয়ার শুরু করেন প্রদীপ সরকার। ‘ধুম পিচাক ধুম’,মায়েরি’ এবং শুভা মুদগলের ‘আব কে সাওয়ান’-এর মতো গানের ভিডিয়ো বানিয়ে সকলের নজরে আসেন। নব্বইয়ের দশকে রাজকুমার হিরানির সঙ্গে সিনেমায় কাজ শুরু করেন প্রদীপ। ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সহ-সম্পাদক হিসাবে কৃতিত্ব পান। তারপর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা। বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনে তৈরি ‘পরিণীতা’ই তাঁর প্রথম পরিচালিত ছবি। যে ছবি দিয়ে বিদ্য়া বালান বলিউডে কেরিয়ার শুরু করেন। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নজর কেড়েছিলেন প্রদীপ সরকার।
আরও পড়ুন: Mamata Banerjee: স্বরা ভাস্করের রিসেপশনে যেতে না পারায় চিঠি মমতার, কী লিখলেন?
এরপর রানি মুখোপাধ্য়ায়, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি করেন ‘লাগা চুনরি মে দাগ’। ছবিটি বক্স অফিসে সফল না হলেও, প্রশংসা কুড়িয়েছিল। তারপর ‘লফঙ্গে পরিন্দে’, ‘মরদানি’, ‘হেলিকপ্টার এলা’র মতো ছবি দর্শকদের উপহার দেন প্রদীপ সরকার। কাজল ও ঋদ্ধি সেন অভিনীত ‘হেলিকপ্টার এলা’ই তাঁর শেষ পরিচালিত ছবি।
Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023
‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজের পরিচালক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। ২০২২ সালের অক্টোবর মাসে অভিনেত্রী কঙ্গনা রানাউত ঘোষণা করেছিলেন, প্রদীপের পরবর্তী ছবি ‘নটী বিনোদিনী’তে নামভূমিকায় অভিনয় করবেন তিনি। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল পরিচালকের।
বাঙালি পরিচালক হলেও মূলত মুম্বইয়েই কাজ করেছিলেন প্রদীপ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমাপাড়া। হনসল মেহতার পর শোকবার্তা দিলেন অভিনেতা অজয় দেবগন এবং মনোজ বাজপেয়ীও। তাঁদের সকলেরই কথায়, এমন যে ঘটতে পারে, বিশ্বাসই করা কঠিন।
আরও পড়ুন: Byomkesh o Pinjrapole: ফের বদলাল অজিত, ব্যোমকেশে অনির্বাণের সঙ্গী এবার ভাস্বর