অবশেষে একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও।
প্রিয়াঙ্কা জানিয়ে ছিলেন, ক্য়ামেরা থেকে দূরে রাখবেন মালতীকে। একটু বড় হলে তবেই প্রকাশ্য়ে আনবেন মেয়েকে। কথা রাখলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি গোটা দুনিয়া দেখল প্রিয়াঙ্কা ও নিক জোনাসের একমাত্র কন্যার মুখ। মিষ্টি ফুটফুটে মালতীর হাসিমুখওয়ালা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা গিয়েছে, মায়ের কোলে বসে এদিক সেদিক নজর একরত্তি মালতীর। কখনও প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত সে। মেয়েকে দু-হাতে আগলে রয়েছেন দেশি গার্ল। ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমায় নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে’।
নেটিজেনরা প্রথমবার নিয়াঙ্কার কন্যাকে দেখে মন্তব্য বাক্সে ভালোবাসা উজাড় করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘মালতী যেন নিকের মুখ বসানো’। কেউ লিখেছেন, ‘খুব মিষ্টি দেখতে মালতীকে’। কারও মন্তব্য, ‘ওএমজি আপনার মেয়ে আপনার স্বামীর ডিএনএ!’ এক নেটিজেন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরো তো ওর বাবার মতো দেখতে’।
২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল একরত্তি। মালতীর জন্মের ১০০ দিন পর তাঁকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা।