‘Punorjonmo 3’ trends number 1 on YouTube

Punorjonmo 3: ট্রেন্ডিংয়ে এখনও শীর্ষে ‘পুনর্জন্ম ৩’, উচ্ছ্বসিত নির্মাতা-শিল্পীরা

২ অক্টোবর রাতে ইউটিউবে মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থান দখল করে নেয় ভিকি জাহেদ পরিচালিত চ্যানেল আইয়ের বহুল আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’। ১৪ অক্টোবর সন্ধে পর্যন্ত এই টেলিফিমটি দেখা হয়েছে ৬৮ লক্ষেরও বেশি বার।

‘পুনর্জন্ম ৩’-র অভাবনীয় সাফল্যে পরিচালক ভিকি জাহেদ বলেন,’আপনাদের পজিটিভ রেস্পন্স আমাদের আপ্লুত করেছে! সত্যি বলতে ‘পুনর্জন্ম ৩’ রিলিজের আগমুহূর্ত পর্যন্ত আমরা নার্ভাস ছিলাম। পুনর্জন্ম ১ ও ২ এর সাফল্যকে পুনর্জন্ম ৩ স্পর্শ করতে পারবে কি না, সেটা নিয়ে উৎকণ্ঠিত ছিলাম। কিন্তু এটি মুক্তির পর যখন দর্শক প্রতিক্রিয়া আসতে শুরু করলো, তখন মনে হল যেন আমাদের কষ্ট সার্থক হয়েছে। হাজারো রিভিউ, কসপ্লে, ফ্যান থিউরি, ফ্যানমেড পোস্টার, মিম, ক্যারেক্টার মিনিয়েচার, ক্যারেক্টার স্কেচ, ফ্যান ভিডিও প্রমাণ করে ‘পুনর্জন্ম ৩’ আপনাদের কতটা ভালো লেগেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা পুনর্জন্ম অন্তিম পর্বের জন্য আমাদের দায়বদ্ধতা পূরণ করতে সাহায্য করবে।’

‘পুনর্জন্ম ৩’-এ অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু, খায়রুল বাশার প্রমুখ।

আরও পড়ুন: Nora Fatehi: ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ‘দিলবর’ গার্ল, ঠাইঁ করে নিলেন জে’লো- শাকিরার সঙ্গে

‘পুনর্জন্ম ৩’ দেখার পর সবার মনে দুটো প্রশ্ন উঁকি দিচ্ছে। প্রথমত; অন্তিম পর্ব কবে আসবে? দ্বিতীয়ত; সেখানে কি রাফসান হকের (আফরান নিশো) বিনাশ হবে? দুটো প্রশ্নের বিপরীতে নির্মাতা ভিকির জবাব, ‘বিনাশ হবে নাকি হবে না, সেটা অন্তিম পর্ব দেখলেই বোঝা যাবে। এখন সেই রহস্য ফাঁস করতে চাই না। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, শেষ পর্বটা শিগগিরই দেবো। তৃতীয় পর্বের জন্য যেমন এক বছর অপেক্ষা করতে হয়েছে, এটার ক্ষেত্রে তেমন হবে না। সর্বোচ্চ তিন-চার মাসের মধ্যেই আমরা অন্তিম পর্ব নিয়ে হাজির হবো। যেহেতু চারদিকে ইতিবাচক একটা রেশ আছে, এর মধ্যে সিরিজটা শেষ করে দিতে চাই।’

প্রসঙ্গত, ‘পুনর্জন্ম’ ও ‘পুনর্জন্ম ২’ প্রচার হয়েছিলো যথাক্রমে ২০২১ সালের জুলাই ও অক্টোবর মাসে।

আরও পড়ুন: Yash-Nusrat: কোলে নুসরত! রাজ-শুভশ্রীর ‘বিজয়া সম্মিলনী’তে দেখা মিলল যশের