বিশ্ববরেণ্য় সাহিত্য়িক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এযাবৎ কম কাজ হয়নি। একাধিক পরিচালক-অভিনেতা তাঁর চরিত্র ও জীবনের ভিন্ন ভিন্ন গল্প বিভিন্ন সময় পর্দায় তুলে ধরেছেন। কবিগুরুকে নিয়ে বাংলাতেই কাজ বেশি হয়েছে। তবে এবার হিন্দি ছবির চিত্রনাট্য়ে ফুটে উঠতে চলেছে বিশ্বকবির জীবন। আর তাঁর চরিত্রে অভিনয় করবেন বলিউডের বহুমুখীপ্রতিভাধর অভিনেতা অনুপম খের। সম্প্রতি তিনি প্রকাশ্য়ে আনলেন ছবির লুক।
এক মাথা পাকা চুল, গালভর্তি সাদা দাড়ি। পরনে কালো পোশাক। সাদা-কালো ছবিতে উজ্জ্বল কবিগুরু। তবে কবিগুরু নিজে নন, তাঁর চরিত্রে এই বেশে ধরা দিলেন বলিউড অভিনেতা অনুপম খের। প্রথম ঝলকেই তাঁর এই ‘লুক’ দেখে অবাক নেটাগরিকরা। এ যেন হুবহু রবীন্দ্রনাথ! নিজের ৫৩৮তম প্রজেক্টে বিশ্বকবির চরিত্রেই অভিনয় করতে চলেছেন অনুপম। ক্য়াপশানে অভিনেতা লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রযেক্টে রবীন্দ্রনাথ ঠাকুর। যথাসময়ে বিস্তারিত জানাব। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে চিত্রায়িত করার সৌভাগ্য পেয়েছি! শীঘ্রই আপনাদের সঙ্গে এই চলচ্চিত্রের আরো বিস্তারিত শেয়ার করা হবে!’
আরও পড়ুন: Bigg Boss OTT 2: চুমু কাণ্ডে বেজায় খাপ্পা, ‘বিগ বস ওটিটি’ ছাড়লেন সলমন খান?
গত মার্চে কলকাতা সফরে এসে কবিগুরুর শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম খের। সেখানে বিশ্বভারতী ক্যাম্পাস সহ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাত ধরে তৈরি আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মুগ্ধ হয়েছিলেন অনুপম খের। শান্তিনিকেতন ঘুরে দেখার ছবি ও নানান মুহূর্তের ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুপম। সেই পোস্টেই ছাত্রছাত্রীদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতে দেখা গিয়েছিল অভিনেতাকে।
কাজের ক্ষেত্রে এই মুহূর্ত অনুপম খের অবশ্য একাধিক ছবির কাজে ব্যস্ত। খুব শীঘ্রই অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে দেখা যাবে অনুপম খেরকে। ছবিতে অনুপম ছাড়াও রয়েছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কনা সেন, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। ২০২৪-এর ২৯ মার্চ মুক্তি পাবে ছবিটি। এছাড়াও কঙ্গনা রানাওয়াতের ‘ইর্মাজেন্সি’তে দেখা যাবে অনুপম খেরকে।
আরও পড়ুন: New Bengali Film: ‘ব্যোমকেশ’ বিবাদ মিটিয়ে একসঙ্গে সৃজিত-দেব-রুক্মিণী, আগামীর ঘোষণা