মা হতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। গত অক্টোবরে পরিচালক করণ কান্ধারি পরিচালিত ‘সিস্টার মিডনাইট’ ছবিটির প্রিমিয়ার উপলক্ষে ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। সেখানে তাঁর স্ফীতোদর নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে। পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি অভিনেত্রী। সে খবর জানাজানি হওয়ার পরেও তা নিয়ে নিজে থেকে সমাজমাধ্যমে একটি শব্দও লেখেননি অভিনেত্রী। তবে এবার করলেন। আরও ভাল করে বললে, বললেন।
সম্প্রতি দেওয়া ওই সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা জানান, তিনি এবং তাঁর স্বামী কোনওদিনই সন্তান চাননি তাঁদের জীবনে। অভিনেত্রীর কথায়, “একরত্তিদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয় সেটুকু পর্যন্ত জানিনা আমরা।” আরও জানান, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তাঁর মা হতে চলার খবর হয়ত জানাজানি হত না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনও ইচ্ছে তাঁর ছিল না।
অভিনেত্রী এ প্রসঙ্গে আরও বলেন,”প্রথম যেদিন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হল। যাই হোক…সন্তান নেওয়াটা কোনওদিন-ই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। আরও বলি, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।” একেবারে বক্তব্যের শেষে তিনি জানান, এই সময় তাঁর পরিচিত বহু মানুষেরা তাঁকে ‘জ্ঞান’ দিচ্ছেন ‘হাসিখুশি’ থাকার। আর এদিকে তাঁর শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের ফলে যেমন মেজাজটাও খিঁচড়ে থাকে তেমন শরীরজুড়ে যন্ত্রণাও থাকে। তার উপর এরকম ‘জ্ঞান শুনলে অভিনেত্রীর মনে হয়, “জ্ঞানদাতাদের মুখে দুম করে একটা ঘুষি মেরে দিই!”
অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয় এই সব নিয়ে কখনই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলে না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।”
এই কষ্ট নিয়েই দু’টি ছবির কাজ করেছেন অভিনেত্রী। একটি ছবিতে শুটিং করতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন রাধিকা ও বেনেডিক্ট।
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী।