চব্বিশের খাতায় ‘টেক্কা’, ‘খাদান’-এর জয়গাথা। পঁচিশের জন্যও তৈরি দেব। নতুন বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের ‘রঘু ডাকাত’ লুক। নিষ্ঠুর চোখের তীব্র কাঠিন্য নিয়েই জানিয়ে দিলেন ছবির মুক্তির তারিখ।
২০২১ সালে, ছবিটির ঘোষণা করা হয়। প্রকাশ্যে আসে পোস্টার। খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ, আরেক হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন দেব। মাথায় লাল ফেট্টি। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ধ্রুব-দেব কম্বিনেশনে এর আগে মুক্তি পেয়েছিল ’গোলন্দাজ’। ২০২১ সালে সে ছবিও মুক্তি পেয়েছিল পুজোতেই।
ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি কি আদৌ তৈরি হবে? এই নিয়ে তৈরি হয় সংশয়। এতদিনে সেই সংশয় মিটল। নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। নতুন পোস্টার প্রকাশ করেই তা জানিয়ে দেওয়া হল। টলিপাড়ার সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব।
দেবের সঙ্গে নাকি শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। তা নিয়ে চলছে রেইকি। কম্বলে ঢাকা মুখ, কপালে লাল তিলক, চোখ দিয়ে ঠিকরে বেরচ্ছে দ্যুতি। সিনেমার পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, ‘আমি যেমনটা কথা দিয়েছিলাম, ‘খাদান’-এর পর আমার নতুন কাজ।’