রাজনীতি হোক অথবা টলিউড ইন্ডাস্ট্রি, দুজনেই হেভিওয়েট। একজন পরিচালক, অন্যজন অভিনেতা। কথা হচ্ছে দেব ও রাজ চক্রবর্তীকে নিয়ে। দুজনেই এখন ব্যস্ত তাঁদের আগামী প্রজেক্ট নিয়ে। দেব সত্যান্বেষী হিসাবে ব্যোমকেশ হয়ে পর্দায় পা রাখছেন, আর অন্যদিকে রাজ চক্রবর্তী আবার প্রলয় সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক করছেন। আর এরই মাঝে শোনা যাচ্ছে অন্য এক কাহিনি। ফের দেব-রাজ একজোট হয়ে নাকি ফিরছেন বড়পর্দায়। টলিউড ইন্ডাস্ট্রির ভেতরকার খবর, বাংলা ছবির স্বার্থে এবার হাত মেলাতে চলেছেন দেব ও রাজ।
ছবির প্রযোজনার দায়িত্বে নাকি এসভিএফ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ওই ছবি সই-ও করে ফেলেছেন দেব। শুধু কি তাই? দেব-রাজ জুটির পরিকল্পনা ইতিহাস তৈরির। সে কারণেই ছবির বাজেটও আকাশ ছোঁয়া। বাংলা ছবির সাধারণত যা বাজেট হয় তাঁর দশগুণ নাকি লগ্নি করতে রাজি প্রযোজক। উপলক্ষ একটাই, ‘কেজিএফ’ আদলের ছবি তৈরি এই বাংলাতেও। আর নায়িকা? সে খোঁজও নাকি চলছে। এখনও চূড়ান্ত হয়নি কিছুই। জানা যাচ্ছে, ছবিটির কাজ যেহেতু একেবারেই প্রাথমিক স্তরে তাই এখনই এ নিয়ে অফিসিয়াল মন্তব্য করতে রাজি নন কেউই। আপাতত সব ঠিকই আছে, এখন সবটা শুরু হওয়ার অপেক্ষায়।
আরও পড়ুন: Viral video: মাথায় ব্যান্ডেজ, দোকান গিয়ে আরও অসুস্থ হয়ে পড়লেন ‘ভাইরাল’ নন্দিনী দিদি
রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয় খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। যার প্রযোজক রাজ-ঘরণী শুভশ্রী। সম্প্রতি এই ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে। অপরদিকে দেবের হাতেও রয়েছে ব্যোমকেশ, বাঘাযতীন, প্রধান-এর মতো প্রজেক্টের কাজ। দেবের কেরিয়ারের প্রথম দিকে রাজের বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা। রাজের চ্যাম্প, দুই পৃথিবী ছবিতে দেখা গিয়েছিল দেবকে। এখন দেব যদিও অন্য ধারার সিনেমা করাতে মনোযোগ দিয়েছেন।
তবে আবার প্রলয়ের প্রচারের সময় একটু অস্বস্তিকর পরিস্থিতির মুখেই পড়তে হল রাজকে। এক সাংবাদিক হঠাৎই প্রশ্ন করে বসেন, হিট সিনেমা প্রলয় যেমন ফিরিয়ে আনলেন, তেমনই দেব-শুভশ্রীর জুটিকে ফিরিয়ে আনার কোনও ইচ্ছে আছে কি না?রাজ অবশ্য বেশ ঠান্ডা মাথাতেই দিলেন জবাব বউ-এর প্রাক্তনকে নিয়ে। বললেন, ‘এই মুহূর্তে ১১ তারিখ রিলিজ করছে আবার প্রলয়। আমি সেটার উপরেই ফোকাস করছি। আগামী দিনে কী করব সেটা নয় আগামী দিনেই দেখা যাবে।’
আরও পড়ুন: Ileana D’Cruz: পুত্র সন্তানের জন্ম দিলেন ইলিয়ানা, প্রকাশ্যে এল স্বামীর পরিচয়