বলি বিতর্কের আরেক নাম হয়ত রাখি সাওয়ান্ত। ৪২ বছর বয়সে এসেও রাখি সাওয়ান্ত একের পর এক কীর্তি করে প্রায় লাইমলাইটে চলে আসেন। অভিনেত্রীর মুখে না আছে কুলুপ, না আছে কোনো কাজে রাখঢাক। সহকর্মীদের প্রশংসা কি নিন্দা সবকিছুই তিনি না ভাবনাচিন্তা করেই অন ক্যামেরা বলে ফেলেন। এছাড়াও বিভিন্ন সময় খোলামেলা পোশাক পরে পাপারাৎজিদের সম্মুখীন হয়ে খবরে চলে আসেন তিনি। আসলে সাধারণ জীবনের সাথে সামঞ্জস্য রেখে চলাটা, তাঁর জীবনের ডিকশনারিতে নেই। সবেতেই সমান বেলাগাম রাখি।
সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাটের বহুচর্চিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। সেই ছবির টিকিট কাটতেই সিনেমা হলে যাচ্ছিলেন রাখি। গোলাপি শর্ট ড্রেসের সঙ্গে পরেছিলেন ফ্লোরাল রঙের হান্টার সু। টিকিট কাটতে যাওয়ার সময় গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার রাজীব খিনচি। সেই ভিডিওতেই প্রথমে দেখা যায়, রাখির (Rakhi Sawant) ড্রেসের ফাঁক থেকে উঁকি দিচ্ছে তাঁর গোলাপি রঙের অন্তর্বাস। একবার রাখি যেন তা হাত দিয়ে ঢাকারও চেষ্টা করলেন। কিন্তু পরমুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফেলেন। তবে অত্যন্ত ছোট পোশাকের জন্য বন্ধু রাজীবও রাখিকে নিয়ে মশকরা করতে ছাড়েন না।
এই ভিডিওর পাশাপাশি আরও একটি ভিডিও ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দু’জনের সঙ্গে জনপ্রিয় একটি মিউজিকে নাচতে দেখা গিয়েছে রাখিকে। সেখানেও ঘটে একই কাণ্ড। অতি ছোট পোশাকের নিচ থেকে স্পষ্ট হয়ে ওঠে বলিউডের আইটেম গার্লের প্যান্টি। পোশাক দেখে অনেকেই লিখেছেন, “পিছন থেকে সবই তো দেখা যাচ্ছে।” অনেকে আবার তাঁর পোশাক নিয়েও প্রশ্ন তুলেছে। কেউ কেউ বলছেন, চর্চায় থাকতেই রাখি এসব করছেন।