Ram Gopal Varma In Trouble Over Controversial Tweet On Droupadi Murmu

দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘বিতর্কিত’ টুইট, আইনি ঝামেলায় রামগোপাল বর্মা

বিতর্কিত টুইটের জেরে ঝামেলায় পড়লেন চিত্রপরিচালক রামগোপাল বর্মা। এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি টুইটের জেরে বিতর্কের সূত্রপাত। দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘মহাভারত’ প্রসঙ্গে টেনে এনে চিত্রপরিচালক রামগোপাল বর্মা একটি টুইটে লেখেন “যদি দ্রৌপদী রাষ্ট্রপতি হন তা হলে পাণ্ডব কারা? এবং আরও গুরুত্বপূর্ণ, কৌরব কারা?”

এরপরেই এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ‘অপমানজনক মন্তব্যে’র জন্য চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল বর্মার বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি। শুক্রবার তেলাঙ্গানা বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে। তেলাঙ্গানার প্রবীন বিজেপি নেতা জি নারায়ণ রেড্ডি রাম গোপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।  বিজেপি নেতা দাবি করেছেন যে পুলিশের উচিত এসসি/এসটি আইনের অধীনে মামলা নথিভুক্ত করা এবং রাম গোপাল বর্মার কঠোর শাস্তি দেওয়া। চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ তরুণ মজুমদার, SSKM হাসপাতালে ভরতি কিংবদন্তি পরিচালক

অভিযোগকারী বিজেপি নেতা নারায়াণ রেড্ডি সংবাদ সংস্থাকে বলেন, ‘ওই টুইট তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অসম্মান করার সমান৷ এখানে তিনি ‘রাষ্ট্রপতি দ্রৌপদী’ বলেছেন৷ যদি, তিনি শুধুমাত্র দ্রৌপদী, পাণ্ডব এবং কৌরবের নাম উল্লেখ করতেন, তাহলে আমাদের কোনও সমস্যা থাকত না৷ রাম গোপাল বার্মার ওইরকম মন্তব্যে বিজেপি কর্মীরা ব্যথিত৷’ তেলেঙ্গানার আরেকজন বিজেপি বিধায়ক রাম গোপাল বর্মার সমালোচনা করে বলেছেন যে পরিচালক “মাতাল অবস্থায়” এই ধরনের টুইট পোস্ট করেছেন।

যদিও টুইট প্রসঙ্গে চিত্রপরিচালক রামগোপাল বর্মা সাফ জানিয়েছেন নিছক মজার ছলেই এই টুইটটি করা। কারুর ব্যক্তিগত অথবা কোন সম্প্রদায়কে আঘাত করার জন্য এই টুইট করা হয়নি। তিনি বলেন, “মহাভারতে দ্রৌপদী আমার পছন্দের চরিত্র, আমি নামের সঙ্গে বাকী চরিত্রগুলোকে তুলে ধরেছি মাত্র”।যদিও তাতে চিড়ে ভেজেনি।

আরও পড়ুন: Shah Rukh Khan: বলিউডে ‘বাদশা’র ৩০ বছর পার! ‘পাঠান’-এর ঝলকে বাজিমাত