Ranga Bou: Ranga Bou serial Actress Payel Deb reveals her marriage date

Ranga Bou: রথের দিনই ‘রোকা’ সেরে ফেললেন পায়েল দেব, কবে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ পায়েল দেব (Payel Deb)। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সুবাদে জনপ্রিয়তার একেবারে শীর্ষে ওঠেন পায়েল। আপতত তিনি এখন আছেন ‘রাঙা বউ’ সিরিয়ালে। রথের দিন পঞ্জাবি রীতি মেনে হয়ে গেল তাঁর ‘রোকা’ হল।  অবাঙালিদের ‘রোকা’ অনুষ্ঠান মানে বাঙালির পাটিপত্র। এখন পাটিপত্রের বিশেষ চল না থাকলেও বহু বাঙালি পরিবারে এখনও মানা হয়।

অভিনেত্রী পায়েল সোশ্যাল মিডিয়ায় একটি মেহেন্দির ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, মেহেন্দির নকশায় ভরে উঠেছে হাত। সেই ভিডিও পোস্ট করেই পায়েল জানিয়ে দিলেন তাঁর রোকা সেরিমনির কথা। পায়েলের হবু স্বামীর নাম শিখর। মঙ্গলবার শিখরের হাতে আংটি পরিয়ে জীবনের নতুন অধ্য়ায়ে পা রাখলেন অভিনেত্রী।

২০২১ সাল থেকে শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন পায়েল। বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত অভিনেত্রী। পেশায় শিখর ব্যবসায়ী । হবু বর যেহেতু পাঞ্জাবি, সেই কারণে পরিবারের আদব-কায়দা এখন থেকেই রপ্ত করছেন পায়েল। বিয়ের পর টানা ৪৫ দিন হাতে চূড়া পরে থাকতে হবে, তাঁকে আর শ্বশুরবাড়িতে ‘পহেলি রসোই’-তে মিষ্টি বানাতে হবে। সবটা নিয়েই দারুণ উত্তেজিত পায়েল। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে বাঙালি ও পাঞ্জাবি কায়দায় বিয়ে সারবেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইনকে পায়েল বললেন, “আমাদের প্রেমের শুরু লকডাউনের সময় থেকে। অনেক দিন ধরেই দুই পরিবারের গুরুজনেরা বলছিলেন যে, এ বার বিয়েটা ঠিক করতে। শেষে এক দিন হঠাৎই আমার শাশুড়িমা আমাদের বাড়ি চলে আসেন। আমাদের পরিবারে এই প্রথম কেউ অবাঙালিকে বিয়ে করছে। কিন্তু সে সব নিয়ে পরিবারের কোনও আপত্তি ছিল না। সকলেই খুব খুশি।৫ ডিসেম্বর, ২০২৪ সালে আমাদের বিয়ের দিন ঠিক হয়েছে। ওই একই দিনে আইনি বিয়েও হবে।”