Ranveer Vs Wild With Bear Grylls trailer: Ranveer Singh gets flower for Deepika

Ranveer-Deepika: দীপিকার জন্য ‘অমর’ ফুল আনতে দুর্গম পর্বতে রণবীরের ‘মিশন ইম্পসিবল’!

‘সারা পৃথিবী ঘুরলেও আমার মতো প্রেমিক পাবে না’, জোর গলায় স্ত্রী দীপিকাকে এই কথাই জানালেন রণবীর সিং।

নেটফ্লিক্সের তরফে সম্প্রতি সামনে আনা হয়েছে রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলসের প্রোমো। রোমাঞ্চে ভরা এই শো-এর প্রিমিয়ারের তারিখ আগামী ৮ই জুলাি। তবে প্রায় তিন মিনিট দীর্ঘ প্রোমো সামনে এনেছে ওটিটি প্ল্যাটফর্মটি। যা দেখে ‘দীপবীর’ ফ্যানেরা মন্ত্রমুগ্ধ। এপিসোডে দেখা যাবে বউয়ের জন্য একটি বিশেষ ফুল আনতে যাচ্ছেন রণবীর। রণবীর জানান, এই ফুল নাকি ‘অমর’। অর্থাৎ সেটি কখনও মরে না। অভিনেতা বলেন, ‘ঠিক আমার ভালোবাসার মতো’।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: Shehnaaz Gill: কনের সাজে ধরা দিলেন শেহনাজ, আবেগে ভাসলেন সিডনাজের ফ্যানেরা

পাহাড় চড়বার সময় ‘জয় বজরঙ্গবলি’ ধ্বনি তুলছেন রণবীর, আবার সাপের মুখে পড়ে মহাদেবকে স্মরণ করছেন। বউযের জন্য ফুল আনতে গিয়ে নিজের আন্ডারপ্যান্টের পর্যন্ত বলিদান দিতে হয়েছে রণবীরকে। তবে সেই ফুল কী মিলবে? সেই উত্তর জানতে অপেক্ষা ৮ই জুলাইয়ের।

অন্যদিকে, বিয়ের ৪ বছর পার। পরস্পরকে তবু চোখে হারান রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। কর্তা-গিন্নির হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। পরস্পরকে তেমন সময় দিতে পারছেন না। দূর থেকেই তাই খুনসুটি, মন্তব্যে একে অন্যের মন ছোঁয়ার চেষ্টা। বিভিন্ন কায়দায় ছবি তুলে, তাতে মজার মন্তব্য করে দু’জনেই বুঝিয়ে দেন— কাজের চাপেও একে অপরকে বড্ড মনে পড়ে! সদ্য রণবীরের ভাগ করে নেওয়া একটি ছবি যেন ফের সে কথাই প্রমাণ করে দিল।সম্প্রতি অনুরাগীদের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন রণবীর। সঙ্গে মন্তব্য, এ ছবি তাঁর বৌ দীপিকার মনের কথা জানার জন্য।

আরও পড়ুন: Priyanka-Nick: আইসল্যান্ডের বালুকাবেলায় আদরে সোহাগে মত্ত ‘নিকিয়াঙ্কা’