'Readymade babies': Taslima's tweets on surrogacy create a row

‘রেডিমেড শিশু পেয়ে কেমন লাগছে?’, সারোগেসি নিয়ে প্রিয়াঙ্কাকে খোঁচা তসলিমার

সদ্যই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দেশি গার্ল। তবে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের গলায় অন্য সুর। সারোগেসির মাধ্যমে মা হওয়ার বিরোধিতায় সরব তিনি। সোশ্যাল মিডিয়া খোঁচা দিলেন নিয়াঙ্কার মতো সারেগেসির মাধ্যমে বাবা-মা হওয়া দম্পতিদের।

সোশ্যাল মাধ্যমে তসলিমা লিখেছেন(taslima nasrin tweets) ‘সারোগেসি (surrogacy process)বিজ্ঞানের চমৎকার একটা আবিষ্কার বটে। তবে সারোগেসি তত দিন টিকে থাকবে, যত দিন সমাজে দারিদ্র টিকে থাকবে। দারিদ্র নেই তো সারোগেসি নেই।’ এর পর তিনি লেখেন, ‘দরিদ্র মেয়েদের জরায়ু টাকার বিনিময়ে ন’মাসের জন্য ভাড়া নেয় ধনীরা। ধনী মেয়েরা কিন্তু তাদের জরায়ু কাউকে ভাড়া দেবে না। কারণ গর্ভাবস্থায় জীবনের নানা ঝুঁকি থাকে, শিশুর জন্মের সময়ও থাকে ঝুঁকি। দরিদ্র না হলে কেউ এই ঝুঁকি নেয় না।’

সেই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘গৃহহীন স্বজনহীন কোনও শিশুকে দত্তক নেওয়ার চেয়ে সারোগেসির মাধ্যমে ধনী এবং ব্যস্ত সেলিব্রিটিরা নিজের জিনসমেত একখানা রেডিমেড শিশু চায়। মানুষের ভেতরে এই সেলফিস জিনটি, এই নার্সিসিস্টিক ইগোটি বেশ আছে। এ সবের ঊর্ধ্বে উঠতে কেউ যে পারে না তা নয়, অনেকে গর্ভবতী হতে, সন্তান জন্ম দিতে সক্ষম হলেও সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেয়।’

আরও পড়ুন: Jai Bhim: অস্কারের লাইব্রেরিতে ঠাঁই পেল তামিল সিনেমা ‘জয় ভীম’, গর্বিত দেশবাসী

লেখিকা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “রেডিমেড সন্তান হাতে এলে, কীভাবে একজন মা সেই সন্তানকে মাতৃত্বের উষ্ণতার সঙ্গে প্রতিপালন করবেন? যে মা সন্তানকে জন্ম দিলেন গর্ভে ধারণ করে, তার মতো অনুভূতি কি কখনও থাকবে বাচ্চাটিকে যিনি পরবর্তীতে মানুষ করবেন তাঁর ক্ষেত্রে?”

লেখিকা বর্তমান পরিস্থিতে সারোগেসিকে শোষণের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। তাঁর মতে, ‘সারোগেসিকে তখন মেনে নেব যখন শুধু দরিদ্র নয়, ধনী মেয়েরাও সারোগেট মা হবে, টাকার বিনিময়ে নয়, সারোগেসিকে ভালোবেসে হবে। ঠিক যেমন বোরখাকে মেনে নেব, যখন পুরুষেরা ভালবেসে বোরখা পরবে। মেয়েদের পতিতালয়কে মেনে নেব, যখন পুরুষেরা নিজেদের পতিত-আলয় গড়ে তুলবে, মুখে মেকআপ করে রাস্তায় ত্রিভঙ্গ দাঁড়িয়ে কুড়ি- পঁচিশ টাকা পেতে নারী-খদ্দেরের জন্য অপেক্ষা করবে। তা না হলে সারোগেসি, বোরখা, পতিতাবৃত্তি রয়ে যাবে নারী এবং দরিদ্রকে এক্সপ্লয়টেশনের প্রতীক হিসেবে।’

তসলিমা নাসরিনের এই পোস্ট নিয়ে আপাতত বিতর্ক দানা বেঁধেছে। বাংলাদেশি লেখিকার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন কেউ কেউ। তাঁদের দাবি, সত্যি সারোগেসির মাধ্যমে যাঁরা মা হন, তাঁদের অনুভূতি একইরকম নয়। তবে তসলিমার মন্তব্যের বিরুদ্ধেও গর্জে উঠেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, কে কীভাবে মাতৃত্ব অনুভব করবেন, তা তার ব্যক্তিগত মত। এ বিষয়ে তসলিমার কোনও মন্তব্য করা উচিত নয় বলেই মত তাঁদের।

আরও পড়ুন: ১২ সপ্তাহ আগে সন্তানের জন্ম, এখন হাসপাতালেই থাকবে নিক-প্রিয়াঙ্কার সন্তান