RG Kar Protest: Shreya Ghoshal postpones Kolkata show amid RG Kar rape protest

RG Kar Protest: আরজি কর কাণ্ডে শ্রেয়ার প্রতিবাদ, পিছিয়ে দিলেন কলকাতার কনসার্ট

অরিজিৎ সিংয়ের পর এবার শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। নাহ, আরজি কর কাণ্ডে তিনি কোনও গান লিখলেন না বা গাইলেনও না। বরং প্রতিবাদে (RG Kar Protest) কলকাতায় নিজের কনসার্টের তারিখ পিছিয়ে দিলেন শিল্পী। শ্রেয়ার কনসার্টটি হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। শ্রেয়া জানালেন, কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া জানিয়েছেন, ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল।’’  তাঁর কথায়, ‘আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। কনসার্টটি হবে অক্টোবরে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’’

কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন শ্রেয়া। জানিয়েছেন, অক্টোবরের কবে ওই কনসার্টের আয়োজন করা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল হন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। এখনও কলকাতায় তাঁদের কর্মবিরতি চলছে। আরজি করের ঘটনার প্রভাব পড়েছে সারা দেশে। দিল্লি, মুম্বইয়ের মতো শহরেও ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলেন চিকিৎসকেরা। পালিত হয়েছে কর্মবিরতি। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। এই পরিস্থিতিতে আরজি করের ঘটনার প্রতিবাদে সরব হলেন শ্রেয়াও।