RGV's Maa Ishtam, Kathra, Dangerous Postponed Over Lesbian Controversy

Dangerous: নয়না-অপ্সরার লেসবিয়ান রোম্যান্সে আপত্তি হল মালিকদের, মুক্তি স্থগিত

পর্দায় লেসবিয়ান জুটির রোম্যান্স দেখাতে ‘ডেঞ্জারাস’ তৈরি করেছেন রামগোপাল ভার্মা। অতঃপর রিলিজের আগে দুই নায়িকাকে নিয়ে বেজায় ব্যস্ত প্রচার সারতে। কথা ছিল ৮ এপ্রিল মুক্তি পাবে ‘ডেঞ্জারাস’। তবে রিলিজের ২৪ ঘণ্টা আগেই পরিচালক জানালেন যে, সিনেমার মুক্তি আটকে গিয়েছে। কারণ, সিনেমাহল-মাল্টিপ্লেক্সের মালিকেরা নাকি পর্দায় লেসবিয়ান সেক্স দেখাতে নারাজ। রামগোপালের এমন টুইটে শোরগোল নেটদুনিয়ায়।

টুইটারে পরিচালক রামু লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সমকামিতা গল্পের কারণে অনেক থিয়েটারের অসহযোগিতায় ‘খতরা ডেঞ্জারাস’র মুক্তি স্থগিত রাখা হয়েছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত উপায়ে এগিয়ে যাব এবং পরবর্তী তারিখ জানাব।’

আরও পড়ুন: Abhisekh Chatterjee: অভিষেকের পারলৌকিক কাজ করলেন স্ত্রী সংযুক্তা, শ্রাদ্ধে হাজির প্রতীক-অঙ্কুশ-রাজ

ক্ষোভ প্রকাশ করে পরিচালক জানিয়েছেন, আইনক্স, পিভিআর হল মালিকেরা নাকি ছবি-মুক্তি নিয়ে বেঁকে বসেছেন। এই রকম খুল্লামখুল্লা সমকামিতাকে সাপোর্ট করছেন না তাঁরা। ছবি-মুক্তির আগেই রামগোপাল দাবি করেছিলেন, ‘খতরা: ডেঞ্জারাস’ ছবিতে বেশ ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য রয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এই ছবি। সেন্সর বোর্ডের অনুমতিতে ‘A’ সার্টিফিকেট পেয়েছে। সেকশন ৩৭৭ মান্যতা পেয়েছে এই ছবি। এটাই ভারতের প্রথম লেসবিয়ান ছবি, যেটি ‘A’ সার্টিফিকেট পেয়েছে।’

ছবিতে নয়না গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন অপ্সরা রানি। দুজনকে সমকামী চরিত্রে দেখা যাবে। বৃহস্পতিবার পরিচালক আরও লিখেছেন, আইনি সমর্থন, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। এর পরও সমকামিতার বিরোধিতা করার অর্থ এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের মানুষদের প্রতি বিনা কারণে অসম্মান করা। এই বিষয়টা মানতে পরাছেন না রামু। তাই প্রয়োজন হলে আইনি পথে হাঁটতে পারেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Sourav-Debashree: দাদাগিরির সেটে ‘কমলা সুন্দরী’র তালে নাচলেন সৌরভ -দেবশ্রী