Rhea Chakraborty Dating Seema Sajdeh’s Brother Bunty 2 Years After Sushant Singh Rajput’s Death

Rhea Chakraborty : সুশান্তের মৃত্যুর আড়াই বছর পার, এখন কার প্রেমে মজলেন রিয়া?

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত( Sushant Singh Rajput)প্রয়াত হয়েছেন আড়াই বছর হল। কানাঘুষো শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী।২০২০ সালে সুশান্তের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। অভিনেতাকে দুঃসময়ের মধ্যে ঠেলে দিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি, এমনই দাবি করেছিল সুশান্তের পরিবার, অনুরাগীরাও তাতে সায় দিয়েছিলেন। রিয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় সেই মর্মে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এক মাস হাজতে থাকতে হয় রিয়াকে।

 

View this post on Instagram

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

সেই অধ্যায় এখন অতীত। আইনি জটিলতা কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।বলিপাড়ায় খবর রটেছে ইতিমধ্যেই, অভিনেত্রী সীমা সাজদের ভাই বান্টি সাজদের সঙ্গে প্রেম করছেন রিয়া।বান্টি ইতিমধ্যেই প্রভাবশালী ব্যবসায়ী হিসাবে সুপরিচিত। বিনোদন এবং ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন তিনি। আগে সোনাক্ষী সিন্‌হার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখনও গোপনেই নাকি দেখাসাক্ষাৎ চালাচ্ছেন রিয়ার (Rhea Chakraborty) সঙ্গে।