সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় তিন বছর। এখনও সিবিআই এই মৃত্যু মামলা নিয়ে নীরব!‘জাস্টিস অফ সুশান্ত’ আন্দোলনের আঁচ ধীরে ধীরে কমছে। এর মাঝেই সোমবার কাজে ফেরার ঘোষণা দেন রিয়া চক্রবর্তী। রোডিজ রিয়াকে দেখা যাবে গ্য়াং লিডার হিসাবে। তাঁর রিএন্ট্রি হতেই তিনি একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন তিনি। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘কী ভেবেছিলেন, আমি ফিরে আসব না? ভয় পেয়ে যাব? এবার ভয় পাবে অন্য কেউ।’
এদিকে, রিয়ার কাজে ফেরার বিষয়টা খুব ভালোভাবে মেনে নিতে পারছে না সুশান্তের পরিবার। রিয়ার রোডিজ ১৯-এর প্রোমো সামনে আসার ঘন্টাখানেকের মধ্যেই টুইটারে বিস্ফোরক পোস্ট করেছেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা এদিন কারুর নাম না করেই লেখেন, “তুমি কেন ভয় পাবে? তুমি তো যৌনকর্মী। আর তাই থাকবে। প্রশ্ন হচ্ছে তোমার মালিক কে? কোনও প্রভাবশালী লোকই সাহস দেখাতে পারে।”
প্রিয়াঙ্কার এই টুইট কি রিয়ার উদ্দেশে? এমন প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই মত, রিয়া যেহেতু ভয়ের কথা বলেছে, তাই ভয়ের প্রসঙ্গ তুলে তাঁকে এভাবে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই মঙ্গলবার ফের টুইট করেন প্রিয়াঙ্কা। জানান, তিনি কোনও নির্দিষ্ট মানুষের উদ্দেশে আগের মন্তব্য করেননি। বিষয়টিকে মিডিয়া এমন বিকৃতভাবে তুলে ধরেছে। প্রিয়াঙ্কার দাবি, তাঁর আগের টুইট আসলে সারা বিশ্বে চলতে থাকা প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে। যদিও এই কথা মানতে নারাজ রিয়ার ভক্তরা।
২০২০ সালের ১৪ই জুন বান্দ্রার অ্য়াপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। মুম্বই পুলিশ শুরুতেই দাবি করেছিল আত্মহত্যা করেছেন অবসাদগ্রস্ত সুশান্ত। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধলে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে তারপর প্রায় তিন বছর কেটে গেলেও আজও এই মামলার চার্জশিট পর্যন্ত ফাইল করতে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এনসিবির তদন্তে উঠে এসেছিল সুশান্তের জন্য ড্রাগ কিনতেন রিয়া, সেই অভিযোগে গ্রেফতারও হন অভিনেত্রী। প্রায় একমাস জেলবন্দি ছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর পর অভিযোগ, পালটা অভিযোগের পর্ব চলেছিল বিস্তর। রিয়া লাইমলাইটে আসতেই ফের মাথাচাড়া দিল বিতর্ক।
আরও পড়ুন: Sanjay Dutt: বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, কন্নড় ছবির সেটে দুর্ঘটনা