সদ্য আয়োজিত এক বেসরকারি চ্যানেলের বিতর্ক সভায় জনপ্রিয় আরজে অয়ন্তিকার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। ওই বিতর্ক সভার একটি অংশের ভিডিয়ো ক্লিপ পোস্ট করে বহু নেটিজনই সরব হয়েছেন প্রতিবাদে। মূলত, এই বিতর্ক সভায় আরজে আয়ন্তিকা প্রশ্ন তোলেন বাংলা মিডিয়াম স্কুলের পড়ে কর্পোরেট হাউসে চাকরি পাওয়া নিয়ে।
যে ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে আরজে অয়ন্তিকাকে বলতে শোনা যাচ্ছে, ‘আজকে যদি বেংগলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? সবার কী মনে হয়? সবাই কী ভাবছেন?’ এরপরই অয়ন্তিকা বলেন, ‘বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি কি যেতে পারবেন? আমার মনে হয় পারবে না।’ এই ক্লিপ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে বিতর্কের ঝড়। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে কীভাবে এমন মন্তব্য তিনি করেছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: Sovan-Baisakhi: শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইল্স’! মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে
এরপরই সোমবার ফেসবুক লাইভ করে সাধারণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেন অয়ন্তিকা। অয়ন্তিকা বলেন, তাঁর বক্তব্য পুরোটা না শুনে কিছুটা অংশ তুলে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। বাংলা মিডিয়ামকে হেয় করার জন্য কোনও কথা তিনি বলেননি তিনি। ‘খিচুড়ি’ ভাষা সবসময় যে খারাপ নয়, সেটিই বলতে চেয়েছিলেন বলে জানান অয়ন্তিকা। পাশাপাশি নিজের মন্তব্যের জন্য একেবারেই ক্ষমাপ্রার্থী নন বলেও জানান RJ।
প্রাক্তন আরজের কমেন্ট বক্সে একবার চোখ বোলালেই বোঝা যাবে যে এতেও খুব বেশি লাভ হয়নি। সেলেবরা ছাড়াও অয়ন্তিকার সহকর্মী, এমনকী ছোট বেলার বন্ধুও তাঁর বিরুদ্ধে সরব। আবার অয়ন্তিকার ভাইরাল মন্তব্য শুনে আশাহত হয়েছে তাঁর অনেক অনুরাগীও। তাদের দাবি, একজন পরিচিত মুখ হিসেবে আপনার আরও বেশী দায়িত্ববান হওয়া উচিত ছিল এই দাবী করার সময় যে, “বাংলা মিডিয়ামে পড়া ছাত্র-ছাত্রীরা ভালো কোন কর্পোরেট ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না! ভালো কোন কর্পোরেট চাকরি করে বাড়িতে ফেরত আসতে পারে না।”
বাংলার প্রথম সারির রেডিয়ো সঞ্চালিকার মুখে এমন কথা শুনে হতবাক। নেটিজেনদের মন্তব্য, ”একজন বাংলা মিডিয়ার RJ হয়ে এই ধরনের কথাবার্তা আপনার থেকে সত্যিই অপ্রত্যাশিত।”
আরও পড়ুন: প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তর মা জয়তী দাশগুপ্ত, শোকে বিধ্বস্ত অভিনেতা