রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর পল্লবী দের ঝুলন্ত দেহ। অভিনেত্রীর মৃত্যুতে প্রথম থেকেই সন্দেহের তির ছিল তাঁর প্রেমিক সাগ্নিকের বিরুদ্ধে৷ এবার পল্লবী মৃত্যুকাণ্ডে প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ৷ আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিককে ।
সোমবার গভীর রাত পর্যন্ত পল্লবীর লিভ-ইন সঙ্গীকে জেরাও করে পুলিশ। তারপরই গ্রেফতারি।পল্লবী দের মৃত্যুতে রহস্য বাড়ছিল৷ পল্লবীর সঙ্গে লিভ-ইনের আগে সাগ্নিকের রেজিস্ট্রি ম্যারেজে হয় সুকন্যা মান্না নামের এক মহিলার সঙ্গে৷ সেই বিয়েতে হাজির ছিলেন পল্লবী নিজেই৷ জানিয়েছেন সুকন্নার বাবা৷ সুকন্যার বন্ধু ছিলেন পল্লবী। সেই সূত্রে বেশ কয়েকবার পল্লবী তাঁদের বাড়িতে গিয়েছেন বলেও জানান হয়। বন্ধুত্বের কথা স্বীকার করে নিয়েছেন সুকন্যার মা৷
সোমবার গরফা থানায় সাগ্নিককে জেরা করার সময় নিজে হাজির ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল ভি। মূলত, তাঁর তত্ত্বাবধানেই পুলিশের বিভিন্ন প্রশ্নের সামনে পড়তে হয় সাগ্নিককে। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও।
পল্লবীর বাবা যে অভিযোগ থানায় দায়ের করেছেন, তাতে লেখা হয়েছে, পল্লবীর থেকে অর্থ আত্মসাৎ করার জন্য প্ররোচনা দিতেন সাগ্নিক এবং তাঁর বান্ধবী। দু’জনের বিরুদ্ধেই পল্লবীকে খুন করার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, সাগ্নিক প্রতিদিনই মদ্যপান করতেন। মত্ত অবস্থায় শারীরিক নিগ্রহ করতেন পল্লবীকে।