কথা ছিল, সেই মতোই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে দেখা করলেন ‘ভাইজান’। এদিন ঠিক বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন সলমন খান। কালো রঙের বিলাসবহুল গাড়ি থেকে নেমেই হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যান সল্লু। সুপারস্টারকে অভ্যর্থনা জানাতে তখন বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, শুক্রবার রাতেই শহরে পৌঁছেছেন ‘ভাইজান’। সল্লু বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সলমন কলকাতা বিমানবন্দরে নামতেই অনুরাগীরা ‘ভাইজান, ভাইজান’ বলে চিৎকার জুড়ে দেন। কেউ আবার ‘সলমন ভাই’ বলে লাগাতার চিৎকার করতে থাকেন। কেউ আবার ‘লাভ ইউ’ বলে ভালোবাসা প্রকাশ করতে থাকেন।
সলমনের সঙ্গে আলাপচারিতার ভিডিয়ো নিজেই ফেসবুকের পাতায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘স্বনামধন্য অভিনেতা সালমান খানের সঙ্গে আলাপকালে’। ভিডিয়োতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে হাত জোর করে এগিয়ে যাচ্ছেন সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সলমনের পাশে দেখা যায় নিরাপত্তারক্ষী শেরা সহ অন্যান্যদের। মুখ্যমন্ত্রীর কথাতে সামনে ভিড় করে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন সলমন খান। চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে পোজ দেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ঢুকে পড়েন তাঁর বাড়িতে। মুখ্যমন্ত্রীর তরফেও সলমন খানকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ‘ভাইজান’কে কলকাতার রসগোল্লা, মিষ্টি দই, সন্দেশ তুলে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই সলমন সোজা পৌঁছে যাবেন ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। সেখানেই হবে অনুষ্ঠান। ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও ভাইজানকে সংবর্ধনা দেওয়া হবে। তাঁকে লাইফটাইম মেম্বারশিফ দেওয়া হবে বলে খবর।
সলমনের সঙ্গে এই অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। থাকবেন প্রভুদেবাও।উল্লেখ্য, ভারতজুড়েই দাবাং ট্যুর করছেন সলমন খান। তিনি কনসার্টের বিষয়ে নিশ্চিত করেছিলেন তিনি।
সলমন খানের কলকাতা সফর ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। দীর্ঘদিন ধরেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন। যে কারণে কলকাতা সফরে আসতেও বেশকিছুটা দেরি করলেন তিনি। জানা যাচ্ছে বাইপাসের ধারে তাজ বেঙ্গল উঠছেন সলমন। পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে হোটেল চত্বর। দাবাং তারকার নিরাপত্তার কথা মাথায় রেখে এখন কঠোর বিধিনিষেধ মেনে চলছে পুলিশ-প্রশাসন। কেন্দ্রের তরফে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে সলমনকে। কলকাতা পুলিশও প্রস্তুত রয়েছে।