sandy saha alleges fellow youtuber stole his ipod money ang valuable things

sandy saha: স্যান্ডির বাড়ি থেকে সোনা-টাকা চুরি! থানায় অভিযোগ সতীর্থ ইউটিবারের বিরুদ্ধে

জনপ্রিয় ইউটিবার স্যান্ডি সাহার বাড়িতে চুরি! দিনকয়েক আগেই সাহায্য চাইতে আসেন এক সতীর্থ ইউটিউবার। সাত-পাঁচ না ভেবেই সাহায্যের হাত বাড়ান স্যান্ডি। কিন্তু সেটাই নাকি কাল হল জনপ্রিয় এই ইউটিউবারের। একে একে উধাও স্যান্ডির ৫২ হাজারের ইয়ারপড, সোনার গয়না-সহ নগদ টাকা। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন স্যান্ডি। সতীর্থ ওই ইউটিউবারে নাম বিষ্ণুপদ নস্কর। ‘বং ব্রিজ’ নামের একটি চ্যানেল রয়েছে ওই ব্যক্তির।

এ প্রসঙ্গে স্যান্ডি সাহা বলেন, ‘এক পরিচিতের মাধ্যমে বিষ্ণুপদ নস্করের আমার সঙ্গে আলাপ হয়েছিল। আমার সঙ্গে কোল্যাব করতে চেয়েছিল সে। ছেলেটা অসহায় ভেবে সাহায্য করেছিলাম। এক বান্ধবীর সঙ্গে মিলে আমি ভিডিয়ো শ্যুট করি। টিমে ও এলে অসুবিধা ছিল না। আমি ওকে বলেছিলাম, ওকে দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করাব না। মাসের শেষে বেতন হিসেবে কিছু টাকা দেব বলেছিলাম। ছেলেটা রাজি হয়ে যায়।’

আরও পড়ুন: Taapsee Pannu: খোলা বুকের খাঁজে ঝুলছেন মা লক্ষ্মী! তাপসীর সাজ ঘিরে নিন্দার ঝড়

এরপর স্যান্ডির অভিযোগ, ‘ওকে নিয়ে সব জায়গায় যেতাম। নিজেদের বাড়িতেও ওর প্রবেশাধিকার ছিল। কিছুদিন পর দেখলাম আমাদের দু’জনের বাড়ি থেকেই চুরি হচ্ছে। দামী দামী জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে। টাকা উধাও হচ্ছে।’ তবে সন্দেহ হয়, যখন হারিয়ে যায় স্যান্ডির দামি ইয়ারপড। স্যান্ডির কথায়, ‘‘আসলে ইয়ারপডটা ট্র্যাক করে দেখি, বিষ্ণুর বাড়ির কাছাকাছি জায়গায় রয়েছে। চেপে ধরতে কবুল করে নেয় চুরির কথা। আসলে বুঝতে পারেনি যে, ইয়ারপড ট্র্যাক করা যায়। এ ছাড়াও আমার বান্ধবীর বাড়ি থেকে সোনার নাকছাবি, টাকা এবং আরও বেশ কিছু জিনিস চুরি করেছে।’’

তবে খুব শীঘ্রই অভিযোগ তুলে নেবেন স্যান্ডি। তাঁর কথায়, ‘‘ছেলেটির বাবা আমাদের সব টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, খুব কষ্ট করেই দিচ্ছেন। আমি এখন নিজের টাকা পেয়ে গেলেই নিশ্চিন্ত।’’

আরও পড়ুন: Tollywood: জোট বেঁধে কাজ করবেন সৃজিত-রাজ! ‘মৌসম বিগড়ানোর’ খবর দিলেন মহেন্দ্র সোনি