এবার যদিও ভিন্ন কারণে খবরে এলেন সারা আলি খান। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মেট্রো-তে বসে সারা। পরমে সাদা কুর্তি। চোখে কালো ফ্রেমের চশমা। চুল খোলা। সঙ্গে গোলাপী রঙের ব্যাগ। এই ছবি পোস্ট করেছেন সারা। আর ক্যাপশনে লেখেন, কখনও তোমাদের আগে ভাবিনি আমি মুম্বই মেট্রোতে চড়ব। পোস্টটি সারা অনুরাগ বসু ও আদিত্য রায় কাপুরকে মেনশন করেন।
সারার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি মুম্বইয়ের একটি মেট্রোতে বসে আছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। এই ছবির সঙ্গে তিনি ২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির ইন দিনো গানটিকে জুড়ে দেন। এমন ভিড়ের মধ্যে তাঁকে এভাবে মেট্রো চড়তে দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। তাঁকে এদিন সাদা এবং গোলাপি প্রিন্টেড টপ পরে থাকতে দেখা যায়। সঙ্গে চশমাও পরে ছিলেন তিনি।
এর আগে জানুয়ারি মাসে সারা এবং আদিত্য তাঁদের আগামী ছবি মেট্রো ইন দিনোর মুক্তির দিন ঘোষণা করেছিলেন। এই দুই অভিনেতাই এই ছবিতে যাঁদের দেখা যাবে তাঁদের একটি কোলাজ বানিয়ে পোস্ট করেন। এই ছবিটি ৮ ডিসেম্বর ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে। অনুরাগ বসুর পরিচালিত এই ছবিতে অনুপম খের, নীনা গুপ্ত, ফতিমা সানা শেখ, আলি ফজলকেও দেখা যাবে।
সারাকে শেষবার গ্যাসলাইট ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল। তাঁর হাতে এখন ভিকি কৌশলের সঙ্গে মার্ডার মুবারক ছবিটির কাজ আছে। এছাড়া কানন আইয়ারের এ মেরে ওয়াতান ছবিতেও তাঁকে একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে।