রাত পোহালেই বিয়ে সৌরভ দাস আর দর্শনা বণিকের। দুই তারকার বাড়িতেই সকাল থেকে সাজো সাজো রব। সৌরভ আর দর্শনার বিয়েটা কিছুটা সারপ্রাইজ হয়েই এসেছিল সকলের কাছে। প্রেম করছেন বলে একটা খবর থাকলেও, তা যে এত জলদি বিয়ে অবধি গড়াবে তা বোধহয় ভাবতে পারেননি অনেকেই। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বর আর কনের আশীর্বাদ। দর্শনা সামাজিক মাধ্যমে অধিবাসের ছবিও শেয়ার করে নিয়েছেন।
ইতিমধ্যেই মিষ্টি কনের বিয়ের নিয়ম পালনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেত্রীকে দেখা গেল লাল পাড় সাদা শাড়ি পরনে। মাথায় শোলার মুকুট। স্বল্প গয়নায় দিব্যি লাগছে দর্শনা বণিককে। অধিবাসের পর নিয়ম মেনে বৃদ্ধি পালনও হল অভিনেত্রীর। দর্শনার হাতে লাল সুতো পরিয়ে দিলেন তাঁর বাবা। মেহেন্দির ডিজাইন হালকা হলেও সুন্দর। টলিউড সুন্দরীর দাদা আমেরিকা থেকে এসেছেন স্ত্রী সন্তানকে নিয়ে।
কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসছে বিয়ের আসর। অধিবাস থেকে গায়ে হলুদ সব অনুষ্ঠানের জন্যই বেনারসি শাড়ি বেছে নিয়েছেন দর্শনা। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। গোটা শাড়িতে থাকবে রুপোর কাজ। দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। বৌভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা। সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও বাঙালি খাবারকেই অগ্রাধিকার দিচ্ছেন দর্শনা ও সৌরভ।
যদিও বিয়ের প্রস্তুতির মাঝে শুটিংও করে যাচ্ছিলেন সৌরভ। এখন বর-কনেকে দেখার অপেক্ষায় সবাই।