Shah Rukh Khan: After Reports Of Nose Surgery, Shah Rukh Khan Spotted At Mumbai Airport With No Signs Of One

Shah Rukh Khan: রাতারাতি নাকের ক্ষত গায়েব! ভোররাতে বিমানবন্দরে শাহরুখ, কেমন আছেন?

শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ গতকাল মঙ্গলবারই বাদশার অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে৷ খবর শুনে সকলেই চিন্তায় পড়েছেন৷ তবে বুধবার সাতসকালেই মুম্বই এয়ারপোর্টে দেখা গেল কিং খানের৷

সকালবেলা মুম্বই এয়ারপোর্টে দেখা গেল বলিউডের বাদশাকে৷ নীল রঙের হুডি,ডেনিম ট্রাউজার চোখে সানগ্লাস, মাথায় কালো টুপি পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা গেছে শাহরুখকে৷ তবে শাহরুখ একা নন, এদিন শাহরুখের পাশে দেখা গেছে স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রামকে৷ গাড়িতে ওঠার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাতও নাড়েন বাদশা৷ শাহরুখকে দেখা মাত্রই ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: Srijit Mukherji: হাসপাতালে সৃজিত! খবর পেয়ে ঢাকা থেকে উড়ে এলেন মিথিলা

গতকাল শোনা যায়, বলিউড বাদশা এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে তাঁর আসন্ন ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত। আর শুটিং চলাকালীনই তিনি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন। নাকে আঘাত লেগে গড়গড়িয়ে রক্ত পড়ার কারণে তাঁর নাকে ছোট্ট অস্ত্রোপচার করা হয়। এমনকী ঘনিষ্ঠ সূত্রের খবর ছিল, তাঁকে নাকি নাকে ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখা গিয়েছিল। কিন্তু আজ সকাল সকাল চিত্র একেবারে ভিন্ন। স্বাভাবিকভাবেই উদ্বেগে শাহরুখ অনুরাগীরা, সমাজমাধ্যমের পাতায় তাঁর আরোগ্য কামনায় মেতে ওঠেন ভক্তরা!

এই ঘটনার চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই আজ ভোররাতে মুম্বই বিমানবন্দরে দর্শন দিলেন কিং খান। ভিডিওতে দেখা গেল, একেবারে সুস্থ তিনি, নাকে কোনও ব্যান্ডেজও নেই। আর অভিনেতাকে দেখা মাত্রই পাপারাজ্জিদের ক্যামেরা একেবারে অভিনেতার সামনে ফ্ল্যাশ হয়ে উঠলো। মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি।

আরও পড়ুন: RRKPK: ‘খেলা হবে’ স্লোগানে রণবীরের পরিবারকে চ্যালেঞ্জ আলিয়ার! ‘রকি-রানি’র ট্রেলারে চমক