Shah Rukh Khan: Ahead Of Dunki Release, Shah Rukh Khan Visits Shirdi With Daughter Suhana

Shah Rukh Khan: ‘ডাঙ্কি’ মুক্তির আগে সাইবাবার মন্দিরে শাহরুখ, সঙ্গে সুহানা

দিনকয়েক আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে। আর এবার মেয়ে সুহানাকে নিয়ে গেলেন কিং খান মহারাষ্ট্রের বিখ্যাত শিরডি সাঁই বাবার মন্দির দর্শনে। মেয়ে আর বাবার এই ভিডিয়ো আপাতত ঘুরছে সোশ্যাল মিডিয়াতে।সঙ্গে দেখা যায় এসআরকে-র ম্যানেজার পূজা দাদলানিকেও।

আর ৭ দিন পরেই প্রেক্ষাগৃহে আসছে ‘ডাঙ্কি’। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার এই ছবির খেলা দেখানোর পালা! তেইশে এমনিতেই শাহরুখ খানের (Shah Rukh Khan) বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দুটো ব্লকবাস্টার সিনেমা। বছরের শেষে এবার ‘ডাঙ্কি’ হিট করলেই ষোলো কলা পূর্ণ! তাই এই ছবির মার্কশিটে ব্লকবাস্টার নম্বর তুলতে কোনওরকম কসরত করতে ছাড়ছেন না বাদশা। ‘ডাঙ্কি’ রিলিজের (Dunki Release) আগে মন্দিরে মন্দিরে ঘুরছেন কিং খান।

২০২৩ সালের ডিসেম্বর মাসের বিশেষ উল্লেখযোগ্য শাহরুখ আর সুহানা দুজনের কাছেই। দ্য আর্চিস দিয়ে বলিউডে পা রেখেছেন কিং খান-কন্যা। অন্য দিকে, ডিসেম্বরেই আসছে চলতি বছরে শাহরুখের তৃতীয় ছবি ডাঙ্কি। আর তার আগে ভগবান দর্শনে তাঁরা।

মিন্ট গ্রিন সালোয়ার পরে মন্দিরে যান সুহানা। চুল খোলা। পিছনে দেখতে পাওয়া গেল শাহরুখ খানের ম্যানেজার পূজাকে। সাদা টি-শার্ট, নীল জ্যাকেট, মাথায় টুপি, ট্র্যাকস্যুট পরেছিলেন শাহরুখ। চোখে কালো চশমা।

সাঁই বাবার মন্দির আসা দর্শনার্থীরা ভিড় জমান শাহরুখ-সুহানাকে একঝলক দেখতে। ভিড় সামলাতে বেশ হিমসিম খেতে হচ্ছিল নিরাপত্তরক্ষীদের। বেশ কয়েকজন ভক্তের সঙ্গে হেসে হেসে কথাও বললেন কিং খান।