জীবনের বহু চড়াই-উতরাই, বন্ধুর পথ পেরিয়ে আজ তিনি বাদশা। শুধু সিনেদুনিয়া নয়, মানুষের মনেও রাজত্ব করেন তিনি। বার বার এই মানুষটি জীবনে ঘুরে দাঁড়ানোর পাঠ দিয়েছেন। এবার লায়ন কিং মুফাসার রাজ্যপাট সামলানোর গল্পের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
‘মুফাসা’র হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন শাহরুখ খান, আরিয়ান খান ও আব্রাম খান। দুই ছেলেকে সঙ্গে নিয়ে ‘মুফাসা’র হিন্দি ডাবিং করেছেন বলিউডের কিং খান। এর ট্রেলার চলতি বছরের অগস্টেই প্রকাশ পেয়েছে। মুফাসার কণ্ঠে শোনা যাবে শাহরুখের স্বর। এদিকে আবার সিম্বার গলায় আরিয়ান ও শিশু মুফাসার কণ্ঠে ডেবিউ করেছে কিং খানের ছোট ছেলে আব্রাম।
মুফাসা: দ্য লায়ন কিং-এর হিন্দি সংস্করণ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন কিং খান। ওয়াল্ট ডিজনি স্টুডিও ইন্ডিয়া একটি ভিডিও পোস্ট করেছে ইউটিউবে। সেখানে শাহরুখ মুফাসাকে নিয়ে অনেক কথাই শেয়ার করেছেন। অভিনেতার মতে, মুফাসার চরিত্রটির সঙ্গে তাঁর চরিত্রের অনেক মিল রয়েছে। শাহরুখ বলছেন, “এই গল্প এমন এক রাজার যে জন্মগতভাবে সিংহাসনের বদলে পেয়েছিল একাকিত্ব, নির্জনতা। কিন্তু স্রেফ তাঁর ইচ্ছে ও আবেগের জেরে মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছিল সে। এই পৃথিবীতে বাদশা তো অনেক এসেছিলেন যাঁরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নিজের সাম্রাজ্য গড়েছিলেন, কিন্তু সে রাজত্ব করেছিল হৃদয়ে।” এরপরেই মুচকি হেসে দর্শকের উদ্দেশ্যে শাহরুখের প্রশ্ন, “কী, মিল পাচ্ছেন আমার জীবনের সঙ্গে? কিন্তু এ গল্প আমার নয়। এ গল্প মুফাসার!”
‘মুসাফা’তে কাজ করার প্রসঙ্গে শাহরুখ আগেও বলেছিলেন, “একজন বাবা হিসাবে ‘মুসাফা’র সঙ্গে নিজের বড্ড মিল পাই আমি। তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা এককথায় দারুণ। তার উপর এবারে আমার দুই ছেলের সঙ্গে এই ছবিতে কাজ করার সুযোগ পেলাম প্রথমবার, সেদিক থেকে এই ছবি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে বরাবর।”
HEAR THE LEGACY OF ‘MUFASA’ FROM SHAH RUKH KHAN HIMSELF… #ShahRukhKhan narrates the story of #Mufasa, a journey that beautifully mirrors his own rise to superstardom.
Watch #ShahRukhKhan bring #Mufasa to life in the #Hindi version of #MufasaTheLionKing.
🔗:… pic.twitter.com/MDESNIUTX0
— taran adarsh (@taran_adarsh) November 27, 2024