আইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও অল্প সময়ে হাসপাতালে রাখার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেশে নয়, চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে হল কিং খানকে।
চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা। শোনা যাচ্ছে, আজই যাচ্ছেন শাহরুখ। কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, তাঁরই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়। শোনা যাচ্ছে, একটি অস্ত্রোপচারও হবে তাঁর।
গত মে মাসেই আমদাবাদে আইপিএলের ম্যাচ দেখতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে ফাইনালে চলে যায় নাইটরা। তবে ম্যাচ জয়ের পর শাহরুখ খানকে চিরাচরিত সেলিব্রেশন করতে দেখা যায়নি। তারপরেই জানা যায়, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
সেই ঘটনার পর মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং রাধিকায় বিয়ের সব অনুষ্ঠানে তাঁকে সপরিবারেই দেখা গেছিল। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তাঁর চোখে ছিল রোদচশমা, সে দিন হোক বা রাত। অবশেষে সারা দিন এই রোদচশমা ব্যবহারের কারণটি জানা গেল।
শাহরুখের কেরিয়ারের সেরা বছর ছিল ২০২৩। এর আগে দীর্ঘ ১০ বছর সাফল্যের মুখ দেখেননি তিনি। তার মধ্যে ৪ বছর তিনি কোনও ছবিই করেননি। সবাই যখন ভেবেই নিয়েছিলেন যে কিং খান তাঁর রাজ্যপাট গুটিয়েছেন ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনে ভরপুর ছবি দর্শককে উপহার দিয়েছেন শাহরুখ। একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন আড়াই হাজার কোটি।
মাঝে ২০২৪ সালটি বিরতি, খুব শীঘ্রই আরও এক বার অ্যাকশন অবতারেই ধরা দিতে চলেছেন তিনি। ছবির নাম ‘কিং’। এই প্রথম ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। পরিচালক সুজয় ঘোষ। প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে ক্যামিয়ো করবেন শাহরুখ— প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি। তাঁর বিপরীতে খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। লন্ডনে নাকি ছবির শুটিংও শুরু করে দিয়েছেন তাঁরা।