সূত্র মারফত খবর শোনা গিয়েছিল আগেই। এবার খোদ কিং খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন নিজের আগামী ছবির নাম ও মুক্তির তারিখ। জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’, ‘সঞ্জু’ একের পর এক দুর্দান্ত ছবি তৈরি হয়েছে রাজকুমার হিরানির হাত ধরে। আর এবার তাঁর ছবিতে দেখা যাবে বাদশাহকে। মঙ্গলবার বিকেলের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। যেখানে আপ্লুত নয়নে তাঁকে রাজকুমারের বিভিন্ন ছবির প্রশংসা করতে শোনা যায়। সেখানেই পরিচালকের কাছে আবদার করেন কিং খান, যে তাঁর জন্য কোনও স্ক্রিপ্ট আছে না কি।
রাজকুমার জানান যে স্ক্রিপ্ট তো আছেই, সঙ্গে তাতে থাকবে কমেডি, ইমোশন, রোম্যান্স সবই। মজা করে বলেন, দু হাত তুলে তাঁর সিগনেচার স্টেপ যদিও করা যাবে না। তাতেই রাজি কিং খান। ছবির নাম? ‘ডাঙ্কি’ (Dunki)। ডঙ্কি অর্থাৎ গাধা নয়, ডাঙ্কি! শুনে একটু ইতস্তত করলেও রাজকুমার হিরানি যা ছবিই দেবেন শেষে তাতেই রাজি যান শাহরুখ খান।
আরও পড়ুন: Ranbir-Alia Wedding: পত্রলেখা, দীপিকার পথে হাঁটলেন আলিয়াও! কী লিখলেন বিয়ের ওড়নায়
ভিডিও পোস্ট করে শাহরুখ লিখেছেন, “প্রিয় রাজকুমার হিরানি, আপনি তো আমার সান্তাক্লজ হয়ে গেলেন। আপনি শুরু করে দিন আমি সময়মতো পৌঁছে যাব। আরে আমি তো আপনার সেটেই থাকতে শুরু করে দেব! আপনার সঙ্গে কাজ করতে পেরে সত্যিই খুশি এবং কৃতজ্ঞ। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমা হলে নিয়ে আসছি ডাঙ্কি।”
প্রথমে শোনা গিয়েছিল, হিরানির এই ছবিতেই আবার কাজলের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। শাহরুখ-কাজলের জুটি মানেই অনুরাগীদের কাছে বাড়তি প্রত্যাশা। কিন্তু এখন মনে করা হচ্ছে শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কারণ শাহরুখ নিজের পোস্টে তাপসীকে ট্যাগ করেছেন। আবার তাপসীও শাহরুখকে ট্যাগ করেছেন।
অবশ্য ছবিতে কাজল ও বিদ্যা বালনের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর মানলে, অভিবাসনের গল্পই বলতে চলেছে রাজকুমার হিরানির এই ছবি। পাঞ্জাব থেকে কানাডা যাত্রা করবেন শাহরুখ খান। শোনা এও যাচ্ছে, ছবিতে শাহরুখের স্ত্রীয়ের ভূমিকায় থাকবেন কাজল। অন্যদিকে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে। আর শাহরুখের এই যাত্রায় সাহায্য করবেন বিদ্যা বালান।
আরও পড়ুন: Anushka Sharma: পান্তা ভাত – বেগুনভাজাতে মজলেন অনুষ্কা শর্মা, নিজেই দিলেন সেই ছবি