মন্নতের সমানে হঠাৎ বিরাট সংখ্যায় মোতায়ন করা হল পুলিশ। অনুরাগীদের ভালবাসা নয়, বরং মন্নতের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয় এক সংগঠনের সদস্যরা।
আসলে ‘জওয়ান’ হিরো সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেছেন। আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব হয়েও কীভাবে এসব অ্যাপের বিজ্ঞাপনে নবীন প্রজন্মকে গ্যামিং আসক্তির দিকে ঠেলে দিতে পারেন শাহরুখ? এমন অভিযোগ তুলেই মন্নতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আনটাচ ইউথ ফাউন্ডেশন-এর সদস্যরা।
আরও পড়ুন: Crime News: ধর্ষণের চেষ্টায় বাধা, মেরে যুবতীর মাথার খুলি ভাঙলেন কাস্টিং ডিরেক্টর
এই সংস্থার দাবি, “প্রভাবশালী তারকাদের অবিলম্বে রামি, জুপির মতো অনলাইন গেমিং অ্যাপগুলোর হয়ে প্রচার করা বন্ধ করা উচিত। এই সমস্ত বিজ্ঞাপন করে সমাজকে বিপথে চালিত করছেন শাহরুখ খান। নতুন প্রজন্মের অনেকেই এসব বেটিং অ্যাপে আসক্ত। এবং জুয়া খেলার জন্য বহু অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। এই অ্যাপগুলো বেআইনি। গুগলে তো কোথাও খুঁজে পাওয়া যায় না এগুলো, আলাদা ওয়েবসাইট থাকে। শাহরুখ খানের বিজ্ঞাপন দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এসব বেআইনি সাইটে যোগ দিতে পারেন।” আর সেই প্রেক্ষিতেই এদিন মন্নতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
বলে রাখা ভাল, এই মুহূর্তে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
আরও পড়ুন: Mahakaleshwar Temple: বিয়ের প্রস্তুতি শুরু! উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পরিণীতি এবং রাঘব