Shoaib Malik Sania Mirza: Shoaib Malik marries actress Sana Javed amid rumours of divorce with Sania Mirza

Shoaib Malik Sania Mirza: সানিয়ার ‘সতীন’ সানা জাভেদ! ফের বিয়ে করলেন শোয়েব মালিক

:ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক। এদিন ইনস্টাগ্রামে দুজনের বিয়ের ছবি শেয়ার করেন শোয়েব মালিক। ক্য়াপশনে লেখেন, “Alhamdullilah …And we created you in pairs”

১৮ জানুয়ারি করাচিতে যুগল বিয়ে করে বলে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের পরিবার সূত্রে খবর। বিয়ের পর সানা জাভেদ সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের নাম বদলে রেখেছেন সানা শোয়েব মালিক। বেশ কিছুদিন ধরেই সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক ডেটিং করছেন বলে শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন আরও তীব্র হয় গতবছর যখন সানা জাভেদের জন্মদিনে শোয়েব মালিক তাঁদের দুজনের একটি ছবি শেয়ার করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। লেখেন, “শুভ জন্মদিন বন্ধু।”

২০১০ সালেভারতের টেনিস সুন্দরীর সঙ্গে পাকিস্তানের গ্ল্যামারাস ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে ছিল ওয়াঘার এপার-ওপারের চর্চার বিষয়। ক্রীড়া মহল এই বিয়ে ঘিরে ছিল উচ্ছ্বসিত। ২০১৮ সালে সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) ছেলে ইজহানের জন্ম হয়। তার পরই দুই তারকার সম্পর্ক ধীরে ধীরে পাল্টাতে থাকে। সানিয়া একা থাকতে শুরু করেন। দুবাইয়ে থাকা শোয়েবের সঙ্গেও যোগাযোগ কমে যায়। দু’জনকে আর একসঙ্গে ছবি দিতেও দেখা যায়নি। বিবাহ বিচ্ছেদ হচ্ছে কিনা, তা নিয়ে আলোচনাও শুরু হয়ে যায়। কিন্তু কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সপ্তাহ কয়েক আগেই সানিয়া তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শোয়েবের সঙ্গে সব ছবি ডিলিট করে দিয়েছেন। এ বার প্রাক্তন পাক ক্রিকেটার প্রকাশ্য আনলেন তাঁর নতুন খবর। যা বেশ চমকে দিয়েছে ভারত-পাক দুই দেশের ক্রিকেট ও টেনিস ভক্তদের।

বুধবার সানিয়ার একটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সানিয়ার যে পোস্ট করেছিলেন তার অর্থ, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’’

কিছু দিন আগে পর্যন্তও শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত সানিয়ার স্বামী হিসাবে। এর পর নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। সেই বাক্য সরিয়ে নিয়েছেন। এমনকি তাঁর ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যায় না। তবে ছেলে ই‌জহানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গিয়েছে।

বিচ্ছেদ নিয়ে কেউ মুখ খোলেননি। পরস্পরকে কখনও দোষারোপ করেননি। এই সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন দু’জনেই। সানিয়া টেনিসকে বিদায় জানিয়েছেন। শোয়েব এখনও টেনে নিয়ে চলেছেন ক্রিকেটজীবন। পাক অভিনেত্রী আয়েষা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে শুরু হয়েছিল সম্পর্কের টানাপড়েন। সেই ফাটল ক্রমশ বেড়েছে। অবশেষে শোয়েব বিয়ে করলেন সানা জাভেদকে।