প্রয়াত ভারতের বর্ষীয়ান চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। সোমবার সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল তাঁর বাবার প্রয়াণের খবর জানিয়েছেন।
গত ১৪ ডিসেম্বরেই ৯০ বছর বয়সে পা দেন ভারতীয় চলচ্চিত্রর কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। শাবানা আজ়মি তাঁর প্রোফাইলে সেই ছবি পোস্ট করেছিলে। ওই অনুষ্ঠানে ছিলেন কুলভূষণ খারবান্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত-সহ আরও অনেকে। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ ভারতীয় সিনেমার মাইলফলক।
১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। ১৯৯১ সালে পান পদ্মভূষণ। ১৯৩৪ সালে ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন শ্যাম বেনেগাল। দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন তিনি।
৯০ বছর বয়সে পা দিলেও তিনি নিজের কাজ নিয়ে সদা ব্যস্ত থাকতেন। গত বছরই ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন।
শারীরিক অসুস্থতায় জর্জরিত, তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতে হত তাঁকে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিনে জগতের ব্যক্তিত্বরা। শোক বার্তা দিয়েছেন রাজনীতিবিদ রাও।