নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর (Sidharth-Kiara)। গত সপ্তাহে মণীশ মালহোত্রার বাড়ি থেকে একসঙ্গে বার হতে দেখা যায় সিদ্ধার্থ-কিয়ারাকে। তারপর থেকেই নতুন করে চর্চায় ‘শেরশাহ’ জুটির বিয়ের খবর।
ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৩-এর ৬ই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা। সোনার কেল্লার শহর জয়সলমীরে বসবে বিয়ের আসর, জানাচ্ছে ই-টাইমসের সূত্র। চলতি বছরে ‘কফি উইথ করণ’-এর সেটে নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়ে দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। ‘কফি উইথ করণ’-এর মঞ্চে কিয়ারাকে ভালোবাসার কথা ঘুরিয়ে স্বীকার করে নেন সিদ্ধার্থ, কিয়ারাও ইনিয়ে বিনিয়ে মেনে নেন সিদ্ধার্থকেই ডেট করছেন তিনি।
আরও পড়ুন: Rhea Chakraborty: ‘খুন হয়েছেন সুশান্ত’, মর্গকর্মীর মন্তব্যের পরেই ইনস্টায় পোস্ট রিয়ার
জানা যায়, ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) ব়্যাপ আপ পার্টিতে শুরু এই প্রেমের গল্প। দুজনের মাখামাখো রসায়ন তারপর বি-টাউনের চর্চার বিষয় হয়ে ওঠে। চলতি বছরের গোড়ার দিকে দুজনের ব্রেক-আপের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে নিন্দকদের মুখে ছাই দিয়ে ফের একসঙ্গে ধরা দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি সেভাবে নাকি চোখে পড়বে না। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত সেখানে। তবে মুম্বইয়ে বি-টাউন বন্ধুদের জন্য রিসেপশন পার্টির বন্দোবস্ত করবেন ‘শেরশাহ’ জুটি।
করণ জোহরের (Karan Johar) ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে নিজের সফর শুরু করেছিলেন সিদ্ধার্থ। কিয়ারার কেরিয়ার শুরু হয়েছিল ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে। তবে অভিনেত্রী দর্শকদের নজর কাড়েন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মুক্তির পর। ক্যামেরার সামনে সিদ্ধার্থ ও কিয়ারা জুটি বাঁধেন ‘শেরশাহ’ (Shershaah) ছবিতে। ২০২১ সালের ১২ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। ভাল ব্যবসাও করে।
আরও পড়ুন: Pori Moni: পঞ্চমবার ভাঙল সংসার! বছরশেষে বোমা ফাটালেন পরীমণি