Singer Daler Mehndi Sentenced to 2 Years in Prison in 2003 Human Trafficking Case

Daler Mehndi: মানব পাচার মামলায় গ্রেফতার দালের মেহেন্দি, ২ বছর জেলের সাজা

মানবপাচার মামলায় গ্রেপ্তার হলেন জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। শুক্রবার ২০০৩ সালে দালের মেহেন্দির (Daler Mehndi ) বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পাটিয়ালার নগর দায়রা আদালত এই সাজা শুনিয়েছে। গায়কের জামিনের সব আবেদন খারিজ করে ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে এই আদালত।

দালেরের ট্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ ওঠে তাঁর ভাই সামশের মেহেন্দির বিরুদ্ধে। ঘটনায় নাম জড়ায় দালেরেরও। ২০০৩ সালেতাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগকারী বকশিস সিং দাবি করেছিলেন, অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে চুক্তি হয়েছিল, তা কখনই বাস্তবায়িত হয়নি। অভিযুক্তেরা টাকাও ফেরত দেননি।

আরও পড়ুন: Mithun-Dev: প্রথমবার বাবা-ছেলের ভূমিকায়, বিধাননগরে পাখা মেলল ‘প্রজাপতি’

দালের, তাঁর ভাই ও আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ২০১৭ সালের অক্টোবরে মারা যান সামশের। ২০১৮ সালে দালেরকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। পরে জামিনে ছাড়া পান। মেহেন্দি ভাইদের বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৯৮-৯৯ সাল নাগাদ ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে ‘ছেড়ে দিয়ে’ আসেন দুই ভাই।

২০০৬ সালে এই মামলা থেকে দালের মেহেন্দিকে অব্যহতি দেওয়ার আবেদন জানিয়েছিল পাটিয়ালা পুলিশ। যদিও আদালত জানায়, দালের মেহেন্দির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে, এই নিয়ে বিস্তারিত তদন্ত করতে হবে।

আরও পড়ুন: Emergency: ইন্দিরা গান্ধী হয়ে প্রকাশ্যে এলেন কঙ্গনা, নয়া লুকে দিলেন চমকে