Sobhita Dhulipala Blushes At Her Pelli Kuthuru Ceremony Ahead Of Her Wedding With Naga Chaitanya

Sobhita Dhulipala: মা-দিদিমার শাড়ি – গয়নায় সাজলেন শোভিতা, আশীর্বাদী ‘পেল্লি কুথুরু’ সারল অভিনেত্রীর পরিবার

নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala)বিয়ের আর মাত্র দিন দু’য়েক বাকি। স্বামী-স্ত্রীর প্রি-ওয়েডিংয়ের নানা আচার-অনুষ্ঠানও চলছে। শোভিতা বিয়ের আগের আচার-অনুষ্ঠানের বেশ কিছু ঝলকও শেয়ার করেছেন ইতিমধ্যেই। এ বার মা এবং দিদিমার পুরোনো শাড়ি ও গয়নায় সাজতে দেখা গিয়েছে তাঁকে।

বুধবার, ৪ ডিসেম্বর দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন শোভিতা। কিন্তু বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। জানা গিয়েছে, শোভিতার পরিবারের রীতি মেনেই বিয়ে হবে তারকা যুগলের। তাই এখনও পর্যন্ত যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে সবই শোভিতার পরিবারের। সোমবার সকালে শোভিতা ভাগ করে নিয়েছেন ১০টি ছবি। সেখানে লাল চওড়া পাড়ের ঐতিহ্যবাহী রেশম শাড়ি আর হাত ঢাকা ব্লাউজ়ে উজ্জ্বল রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। গুরুজনেরা আশীর্বাদ করেছেন তাঁকে। কপালে পরিয়ে দিয়েছেন চন্দন। হাতে তুলে দিয়েছেন এক ঝুড়ি লাল রেশমি চুড়ি। হলুদ, চন্দন এবং অন্য ভেষজের মিশ্রণ লাগিয়ে দেওয়া হয়েছে কনের পায়ে।

এর আগে অক্টোবর মাসে শোভিতার পরিবার আয়োজন করেছিল ‘গোডুমা রায়ি পাসুপু দঞ্চদাম’ অনুষ্ঠানের। অনেকটা বাঙালির ‘হলুদ কোটা’ অনুষ্ঠানের মতো এই আচার। পরিবারের সকলে মিলে হলুদ ও অন্য ভেষজ গুঁড়ো করেছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের আদরের মেয়ে, হবু কনে। এটি নাকি বিবাহ উৎসব শুরুর ইঙ্গিত বহন করে। সম্প্রতি ‘রাতা স্থাপনা’ এবং ‘মঙ্গলস্নানম’ অনুষ্ঠিত হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)