Soham chakrabortys new film paka dekha is going to release on this september

Soham Chakraborty: ফের বিয়ের পিঁড়িতে সোহম চক্রবর্তী? ‘পাকা দেখা’ সেপ্টেম্বরেই

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ! শোনা যাচ্ছি পাকা দেখাও নাকি হয়ে গিয়েছে। শুধু তাই নয় পাত্রীও ঠিক হয়ে গিয়েছে। এমনকি শুভ পরিণয়ের দিন ক্ষণও ঠিক হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আগামী ২ সেপ্টম্বরই নাকি শুভ পরিণয় সোহম-সুস্মিতার। ভাবছেন ব্যাপারটা কী!

কী ভাবছেন ইন্ডাস্ট্রির ‘জেন্টলম্যান’ জড়িয়েছেন পরকীয়ায়? না, একেবারেই না। স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে তাঁর সংসার বেশ ভালই রয়েছে। যা ঘটেছে সবই রিল দুনিয়ায়। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ছবি ‘পাকা দেখা’য় সোহম-সুস্মিতা যে জুটি এ খবর তো আগেই প্রকাশ পেয়েছিল। রবিবার সেই ছবিরই প্রথম পোস্টার প্রকাশ্যে এল। নতুন জুটি, পুরনো মুখ। ছবির পোস্টার নেহাত মন্দ নয়। শেয়ার করেছেন সোহম নিজেই। আর ক্যাপশনেই হাঁকিয়েছেন বড় ছক্কা। কী লিখেছেন বিধায়ক?

আরও পড়ুন: অনুরাগ কাশ্যপের নয়া থ্রিলারে চমকে দিলেন তাপসী পান্নু, প্রকাশ্যে ‘দোবারা’ ছবির ট্রেলার

সোহমের ক্যাপশন বলছে, “আজ আমাদের “পাকা দেখা “। আগামী ২রা সেপ্টেম্বর শুভ পরিণয়। সেদিন আপনাদের সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।” ২ সেপ্টেম্বরেই মুক্তি পাবে ওই ছবি। সে কারণেই দর্শকদের আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন সোহম। ছবিতে সোহম ও সুস্মিতা ছাড়াও দেখা যাবে একগুচ্ছ তারকাকে। রয়েছেন, লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে দোলন রায়, দীপঙ্কর দে প্রমুখ। ছবিতে সোহম ও সুস্মিতার নাম জয় ও তিয়াশা। জয় অর্থাৎ সোহম ব্যাঙ্ক কর্মচারী। অন্যদিকে সুস্মিতা আইটি সেক্টে কর্মরতা। তিয়াশা ভীষণ ব্যস্ত। তবে জয়ের জীবন বাঁধা ঘড়ির কাঁটার মতো। দুই পরিবারেই শুরু হয় ‘পাকা দেখা’। এর পর কী হয়, তা নিয়েই ছবিটি। গত বছরই শুরু হয়েছিল ছবিটির শুটিং, এবার শুধু মুক্তির অপেক্ষা।

আধুনিক জীবনযাপনে কমে এসেছে সময়। বিয়ে সম্পর্ক প্রেম নিয়ে কমিটমেন্ট ফোবিয়াও রয়েছেন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে। তাই অধিকাংশ ছেলেমেয়েরাই নিজেরাই তাঁদের জীবন সঙ্গী খুঁজে নেন। এরকম সময়ে দাঁড়িয়ে দুই বাড়ির উপস্থিতিতে পাত্র-পাত্রী নির্বাচন, সেই গল্পকেই বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।

আরও পড়ুন: Koffee With Karan 7: ‘অন্যের যৌন জীবন নিয়ে এত কৌতূহল কীসের?’ করণকে কটাক্ষ আমির-করিনার