Srabanti Chatterjee has been seen at Virat Kohli’s restaurant with her new boyfriend

Srabanti Chatterjee: ‘বয়ফ্রেন্ডে’র সঙ্গে বিরাট কোহলির রেস্তরাঁয় শ্রাবন্তী, দেখুন ছবি

তৃতীয় স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি নতুন রসায়ন তৈরি হয়েছে অভিনেত্রীর। আর এই ‘বয়ফ্রেন্ড’কে নিয়েই কলকাতার এক রেস্তরাঁয় পৌঁছে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি কলকাতায় বিরাট কোহলির রেস্তরাঁয় দেখা গেল শ্রাবন্তী আর অভিরূপ নাগ চৌধুরীকে। বর্তমানে ঊষসী সেনগুপ্ত বিরাটের এই রেস্তরাঁর দায়িত্বে আছেন। ঊষসীর আহ্বানেই শ্রাবন্তী ওই রেস্তরাঁয় যান। সঙ্গে অভিরূপ। ঊষসী নেটমাধ্যমে শ্রাবন্তী, অভিরূপ এবং আরও এক বন্ধু শ্রীপর্ণা রায়ের সঙ্গে আনন্দের সেই ছবি দিয়ে শ্রাবন্তীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: তত্ত্বে কোচবিহারের নাড়ু ও আচার, মদনমোহনের পুজো দিয়ে শুরু মৌনির বিয়ের অনুষ্ঠান

ছবিতে খোলা চুলে কালো-নীল জর্জেটের শাড়িতে শ্রাবন্তীকে ঊষসীর সঙ্গে দেখা যাচ্ছে। অভিরূপ ছাড়াও সঙ্গে আছেন অন্য বন্ধুরা। বেশ কিছু দিন আগে শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর অভিরূপের প্রেম ভেঙে গিয়েছে। তাঁদের নাকি আর একসঙ্গে দেখা যাচ্ছে না। এই খবর যে সম্পূর্ণ ভুল এই ছবিই তার প্রমাণ। রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় শ্রাবন্তী হয়তো আইনি পথে অভিরূপকে বিয়ে করতে পারছেন না। কিন্তু শ্রাবন্তী আর অভিরূপের গাঢ় বন্ধুত্বে কোথাও ছেদ পড়েনি।

সিনেমা ছাড়াও নানা কারণে সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন শ্রাবন্তী। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও রাজনৈতিক সক্রিয়তা, অভিনেত্রীকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তাতে অবশ্য বিশেষ কান দেওয়ার পক্ষপাতী নন নায়িকা। নিজের মতো করে বাঁচায় বিশ্বাসী তিনি। তাই তাঁর প্রেম-পরিণয় নিয়ে যতই সমালোচনা বা কটাক্ষ হোক, প্রকাশ্যে ভালবাসার মানুষটির সঙ্গে আসতে পিছপা হন না।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডোরের মাধ্যমে নিয়ে যাওয়া হল SSKM-এ