হিন্দি টেলিভিশন জগতের পরিচিত নাম সৃজিতা দে। এই বাঙালি নায়িকা এবার মিস থেকে মিসেস হলেন। জার্মান প্রেমিকের সঙ্গে বিদেশের মাটিতে বিয়ের পর্ব সেরে নিলেন বিগ বস ১৬ প্রতিযোগী। দীর্ঘদিনের প্রেমিক মাইকেল ব্লোম পাপের সঙ্গে ১লা জুলাই খ্রিস্টান রীতি মেনে হোয়াইট ওয়েডিং সারলেন সৃজিতা।
হলদিয়ার মেয়ে সৃজিতার হিন্দি টেলিভিশনে বেশ জনপ্রিয়। ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে গার্গী তুষার বাজাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। তারপর ‘করম আপনা আপনা’, ‘তশন’, ‘অনু কি হো গ্যায়ি ওয়াহ ভাই ওয়াহ’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘উত্তরণ’, ‘নজর’-এর মতো ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা।
‘বিগ বস ১৬’র প্রতিযোগী ছিলেন সৃজিতা। শোয়ের ১৩তম দিনে তিনি বাদ হয়ে যান। কিন্তু পরে আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রিয়্যালিটি শোয়ে আসেন। ‘বিগ বস’-এর পর আর সেভাবে সিরিয়ালের জগতে সৃজিতাকে দেখা যায়নি। রবিবার বিয়ের ছবি আপলোড করেন বাঙালি অভিনেত্রী।
আরও পড়ুন: Rukmini Maitra : ‘সত্যবতী’ লুকে অন্তঃসত্ত্বা রুক্মিনীর ফার্স্ট লুক, জন্মদিনে ব্যোমকেশ দেবের শুভেচ্ছা
বিয়ের দিন সৃজিতা সেজেছিলেন সাদা গাউনে, বরের পরনে ছিল কালো থ্রি পিস স্যুট। আগেই জানিয়েছিলেন, ১ জুলাই বর মাইকেলের দেশে গিয়ে বিয়ে করবেন। সে মতোই হল সব অনুষ্ঠান। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমরা একে অপরের হাতে হাত রেখে এক নতুন শুরু করছি, যা সারজীবনের।’’ বিয়ে জার্মানিতে হলেও, আগামী ১৭ জুলাই মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও সতীর্থদের জন্য।
২০১৯ সালে তাঁদের আলাপ। তার অল্প কয়েক দিনের মাথায় আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রেমপ্রস্তাব দেন মাইকেল। কথা ছিল, ২০২১ সালেই বিয়ে করবেন তাঁরা। তবে কোভিডের কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা। স্বামী মাইকেলের সম্পর্কে সৃজিতা বলেন, ‘‘মাইকেল সেই মানুষ, যে আমার জীবনে স্থিরতা এনেছে।’’ ‘বিগ বস’-এর ঘরেও মাইকেল সৃজিতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রেমিককে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Jawan: টম ক্রুজের হাত ধরে পর্দায় শাহরুখের ‘জওয়ান’, জানুন ট্রেলার মুক্তির তারিখ