কয়েকদিন আগেই মা হয়েছেন কাঞ্চন মল্লিক ঘরনি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গোপনেই রেখেছিলেন তাঁর মা হওয়ার খবর। তাই অন্তঃসত্ত্বা স্পেশাল ফটোশুট থেকে সাধের ছবি সবই প্রকাশ্য়ে আনছেন দেরিতে। মঙ্গলবার রেশমের পোশাকে, বেবিবাম্প শুটের ছবি পোস্ট করেছেন শ্রীময়ী।লিখলেন, ”মা হওয়া সবচেয়ে গর্বের বিষয়।”
দীপাবলির আবহে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের ঘরে আসে লক্ষ্মী। তার পর থেকে ধাপে ধাপে অন্তঃসত্ত্বা কালের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন কাঞ্চন-ঘরনি। পরনে সাদা ফিনফিনে স্যাটিন বস্ত্র। স্পষ্ট স্ফীতোদর। মাথায় বাঁধা বেণী। মুখে মাতৃত্বের জ্যোতি। এ ভাবেই ধরা দিলেন শ্রীময়ী ফোটোশুটে। গোপন রাখা ছবি ভাগ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “জীবনের বহু বিষয়ের জন্য আমি গর্বিত। কিন্তু মা হওয়ার মতো গর্বের আর কিছু হতে পারে না।”
এর আগে মা হওয়া নিয়ে শ্রীময়ী লিখেছিলেন, ”অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।”
শ্রীময়ী ও কাঞ্চন মেয়ের নাম রেখেছেন কৃষভি। সন্তান জন্ম দেওয়ার পরে শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন, ‘‘মেয়ে ভাল আছে। আমিও ভাল আছি। তবে ধকল গিয়েছে একটু। তাই ক্লান্তি রয়েছে।’’ এ-ও জানিয়েছেন, খুশিতে আত্মহারা কাঞ্চন। কালীপুজোর পরেই বাড়িতে কন্যাসন্তান! বিধায়ক-অভিনেতার মতে, দেবীই কন্যা রূপে এসেছেন তাঁর ঘরে।