srijit mukherji's feludar goyendagiri to stream on hoichoi from june 17th confirms director with a new poster

Feludar Goyendagiri: কবে আসছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’? নতুন পোস্টারে তারিখ জানালেন সৃজিত

ফের একবার ওটিটি প্ল্যাটফর্মে সত্যজিতের ফেলুদাকে হাজির করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক, অভিনেতা এক থাকলেও বদলেছে প্ল্যাটফর্ম! হ্যাঁ, এবার আড্ডাটাইমস নয়, হইচই-তে দেখা যাবে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’।

সোমবার বিকালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘ফেলুদার গোয়েন্দাগিরি.. দার্জিলিং জমজমাট’-এর নতুন পোস্টার শেয়ার করলেন। আর সেই পোস্টারই বলে দিল কবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে দেখা যাবে এই সিরিজ। আগামী ১৭ই জুন থেকে স্ট্রিমিং শুরু হবে নতুন ফেলুদা কাহিনির।

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

‘ফেলুদার গোয়েন্দাগিরি’-র প্রথম ভাগ তৈরি হচ্ছে ‘দার্জিলিং জমজমাট’ কাহিনিকে ঘিরে। ফেলুদার চরিত্রে থাকছেন টোটা রায় চৌধুরী। তোপসের ভূমিকায় নজর কাড়বেন কল্পন মিত্র আর জটায়ুর চরিত্রে থাকছেন ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী।

‘ফেলুদা ফেরত’-এ প্রথমবার বাঙালির আইকনিক ফেলু মিত্তিরের জুতোয় পা গলিয়েছিলেন টোটা রায়চৌধুরী। প্রশংসাও কুড়িয়েছিলেন বিস্তর। ‘প্রদোষ চন্দ্র মিত্র’ হিসাবে বাঙালি দর্শক মনে গেঁথে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীরা। তা সত্ত্বেও ফেলুদা হিসাবে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন টোটা। এবার প্রস্তুত তিনি।

‘ফেলুদা’ হিসেবে নিজেকে মেলে ধরতে আড়াই কেজি ওজন ঝরিয়েছেন টোটা। ফেলুদার মতো হাঁটা-চলা, সেই পুরনো মেজাজ ফিরিয়ে আনা, সবই করেছেন। আড্ডা টাইমস-এর সুবাদেই প্রথমবার ‘ফেলুদা’-র জুতোয় পা গলিয়েছিলেন তিনি। এবার ‘হইচই’-এর জন্য। আপতত অপেক্ষা জুন মাসে ‘দার্লিজিং জমজমাট’ দেখবার। ফেলুদা ভক্তরা যে ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তা বলবার অপেক্ষা রাখে না।