ফেলুদার (Feluda) চরিত্র নিয়ে মানুষের উত্তেজনা বরাবরই বেশ তুঙ্গে থাকে। ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর পর আরও একবার ফেলুদার চরিত্রে নজর কাড়তে চলেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। দার্জিলিঙে বসতে চলেছে চাঁদের হাট পাশাপাশি রহস্যের জট ক্রমশ জটিল হতে চলেছে। সবই হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশে। আগামী ১৭ জুন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।
প্রকাশ্যে এল সৃজিৎ মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরির’র নতুন গল্প ‘দার্জিলিং জমজমাট’। মানে বাঙালির সবক’টা নস্টালজিয়া একসঙ্গে।ট্রেলার সামনে আসতেই দেখা গেল ‘ফেলুদা সোয়্যাগ’ খুব ভালোভাবে ফটিয়ে তুলেছেন টোটা। টানটান চেহারা, চোখে-মুখে ফুটে ওঠা কনফিডেন্স, অ্যাকশন দৃশ্যের সাবলীলতা ২.৩৫ মিনিটের ট্রেলার চলাকালীন একবারও আপনাকে চোখের পলক ফেলতে দেবে না।
আরও পড়ুন: Singer KK Dies: কলকাতায় অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ, প্রয়াত সংগীতশিল্পী কেকে
সিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয় করে আগেই প্রশংসা পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী । তোপসে হিসেবে কল্পন মিত্রকেই দেখা যাবে। এছাড়াও জটায়ুর পরিচালক বন্ধু পুলক ঘোষালের চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বরুণ চন্দ, সুপ্রভাত দাস, লোকনাথ দে, সাহেব ভট্টাচার্য, ইন্দ্রাশীস রায়-রা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার।
মঙ্গলবার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নিয়ে ক্তদের উত্তেজনা একেবারে চরমে রয়েছে। বাঙালিরা নিজেদের পছন্দের গোয়েন্দা চরিত্রকে দেখতে মুখিয়ে রয়েছে। আড্ডা টাইমসের জন্য প্রথম ‘ফেলুদা’ সিরিজ (নাম ছিল ফেলুদা ফেরত) বানানোর কাজে হাত দেন সৃজিত মুখোপাধ্যায়। সেখানেই গোয়েন্দা চরিত্রে অভিষেক টোটা রায়চৌধুরীর। প্রথম গল্প যা নিয়ে সৃজিৎ কাজ করেছিলেন তা হল ছিন্নমস্তার অভিশাপ। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল তা। এখন দেখার দার্জিলিং আর ফেলুদা-লালমোহন-তোপসের ট্রায়ো কী কামাল দেখায়।