Sushant Singh Rajput: Supreme Court rejects CBI plea against actor Rhea Chakraborty: ‘Frivolous’

Sushant Singh Rajput: সুশান্ত মামলায় স্বস্তি রিয়া চক্রবর্তীর,

বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই, তা খারিজ করার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। আজ, সুপ্রিম কোর্টও বম্বে হাইকোর্টের রায়কেই বজায় রাখল। একইসঙ্গে সিবিআই-কে কড়া ধমক দিল দেশের শীর্ষ আদালত।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই ছিল ধোঁয়াশা। এই মৃত্যু ঘটনাকে সামনে রেখে মাদক মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এমনকী, গ্রেপ্তার হয়েছিলেন রিয়ার ভাইও। এর পরই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে সিবিআই লুক আউট সার্কুলার জারি করেছিল। যা বাতিল করে দেয় বম্বে হাইকোর্ট। সেই সময় তদন্তকারী সংস্থা জানাতে পারেনি যে কেন তারা বারবার রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করছে। শুধুমাত্র এফআইআরে নাম উল্লেখ থাকায় সাড়ে তিন বছর ধরে লুকআউট নোটিস জারির কারণ হতে পারে না বলেই জানিয়েছিল আদালত।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। শুক্রবার বম্বে হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ জানায়, অভিনেত্রী এবং তাঁর পরিবারের সমাজে নামডাক রয়েছে এবং তাঁরা প্রত্যেকেই তদন্তে সহযোগিতা করেছেন।

সিবিআইকে কার্যত ভৎর্সনা করে শীর্ষ আদালতের তরফে বলা হয়, লুকআউট নোটিস সম্পূর্ণ ‘ফালতু’। শুধুমাত্র এক অভিযুক্ত হাই প্রোফাইল বলেই এই নোটিস দাখিল করা হয়েছিল। বিচারপতি বিআর গভাই কড়া সুরে বলেন, “আপনাদের সতর্ক করছি। এই ধরনের ফালতু পিটিশন দাখিল করছেন, শুধুমাত্র অভিযুক্তদের মধ্যে একজন হাই প্রোফাইল বলে। জরিমানা করে এই পিটিশন খারিজ হবে। দুইজনেরই সমাজে অবস্থান রয়েছে।”

প্রসঙ্গত, ২০২০ সালেই সুশান্তের মৃত্যুর পর সিবিআই তদন্ত চলায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী ও মা সন্ধ্যা চক্রবর্তীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। এর জেরে এতদিন দেশ ছেড়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল।