Swastika Mukherjee slams shibpur producer on social media alleging of ruining the film

Swastika Mukherjee: ‘পরিচালক হয়ে ছবির গুষ্টিপিণ্ডি চটকাবেন…!’, ‘শিবপুর’ নিয়ে বিস্ফোরক স্বস্তিকা

স্বস্তিকা-পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘শিবপুর’ ছবি নিয়ে মুক্তির আগে থেকেই বিতর্ক। ছবির প্রোমোশন থেরকে নিজেকে দূরেই রেখেছিলেন স্বস্তিকা, প্রেক্ষাগৃহে নিজে ছবি দেখতে গিয়ে আবারও বিস্ফোরক অভিনেত্রী। ছবির এডিটিং এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের পদ নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার শিবপুরের সমালোচনা করে স্বস্তিকা ফেসবুকে লিখলেন,‘কীভাবে পরিচালক আর প্রযোজকের একটা ছবির চোদ্দটা বাজতে পারে শিবপুর তার জ্বলন্ত উদাহরণ। পরিচালক বাদ পড়লেন। প্রযোজক অজন্তা সিংহ রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন। একদিন শ্যুটিংয়ে এসেছিলেন কেক কাটতে, ছবির শেষ দিনে। ছবির শেষ দিনে। তিনিও একটা গাল ভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছে করাই যায়।’

আরও পড়ুন: Bigg Boss OTT 2: বিগ বসের ঘরে বহু সময় ধরে লিপ কিস জাদ-আকাঙ্ক্ষার, দেখুন Viral Video

তবে এখানেই শেষ নয়। স্বস্তিকার কথায়, ছবির এডিটিংয়েও নিশ্চয়ই হস্তক্ষেপ করা হয়েছে, যার ফলে পরিচালক যা দেখাতে চেয়েছিলেন ছবির মাধ্যমে তার অনেকটাই ফুটে ওঠেনি। তিনি তাঁর পোস্টে লিখে চলেন, ‘এডিটিংয়ে ওই শটগুলি রাখতে কে বলেছিল সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই বা আদৌ এডিটর পরিচালকের সঙ্গে এই ছবির ভাগ্য নির্ধারণের কোনও সুযোগ পেয়েছিল কি না জানা নেই। আদৌ কেউ এগুলো জানে কি না তাও জানি না। কিন্তু আমি যেটা নিশ্চিতভাবে জানি যে শত শত শট নেওয়া হয়েছিল শ্যুটিংয়ে এবং তার মধ্যে মাত্র কয়েকটাই সিনেমার পর্দা পর্যন্ত পৌঁছতে পেরেছে। এত শক্তিশালী চিত্রনাট্য, এত দুর্দান্ত পারফর্ম্যান্স, অসম্ভব ভাল ক্যামেরা কিন্তু ওই কোথা থেকে কী হয়ে গেল জানা গেল না।’ এরপর তাঁর বক্তব্য, নতুন প্রযোজকরা আসবেন সেটাই স্বাভাবিক, কিন্তু তাঁরা এসে যদি পরিচালকের স্থান নিয়ে নেন এবং তার ফলে ছবিটা ‘নষ্ট’ হয়ে যায় সেটাই ‘আশঙ্কাজনক’। সবশেষে অভিনেত্রীর উপসংহার, ‘অহংকার দ্বন্দ্ব সবার ওপরে জয়ী হোক। এবং, এইরকম আশ্চর্যজনক সৃজনশীল বোঝাপড়া এবং ইনপুট দিয়ে সিনেমাটিকে নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, মাসখানেক আগেই ‘শিবপুর’ ছবির আরেক প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিযোগ ছিল প্রযোজক সন্দীপ তাঁর কোনও বন্ধুর মেইল আইডি থেকে স্বস্তিকার নগ্ন ছবি অভিনেত্রীকে পাঠান। হুমকি দেওয়া হয়েছিল, প্রযোজকের কথা মতো কাজ না করলে সেই ছবি ভাইরাল করা হবে। আর এরপরই সেই ঘটনা নিয়ে পুলিশের ও ইম্পার দ্বারস্থ হয়েছিলেন স্বস্তিকা। এরপর প্রযোজক অজন্তা দাবি তোলেন, পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ইন্ধনেই নাকি স্বস্তিকা এমন অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে জোর করে টাকা আদায় হুমকি দেওয়ার অভিযোগও এনেছিলেন অজন্তা সিংহ রায়। পরে ছবির প্রিমিয়ারে যান পরিচালক। কিন্তু যৌন হেনস্থার ‘ক্ষমা হয় না’ জানিয়ে উপস্থিত হননি স্বস্তিকা। নিজেই টিকিট কেটে সিনেমাটি দেখেন কাছের বন্ধু ও বাড়ির পরিচারিকাদের সঙ্গে নিয়ে। তারপরেই এ ফেসবুকে এই পোস্ট।

আরও পড়ুন: Srijit Mukherji: ছবি শুরুর আগেই অন্তঃসত্ত্বা নায়িকা, শুভশ্রীর বদলে কাকে নিলেন সৃজিত?