ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। পরিচালকের আসনে সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। মুক্তি পেল ছবির টিজার। ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট, গায়ে ভারতের জার্সি চড়িয়ে মাঠে অভিনেত্রী। ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা গিয়েছে ‘মিতালি’ ওরফে তাপসীকে।
ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) জুতোতে পা গলানোর জন্য কম কসরত করেননি তাপসী পান্নু। যথাযথ প্রশিক্ষণ নিয়েছেন। কড়া হোমওয়ার্কের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। শুটের আগে নিয়মিত ঘণ্টা খানেক রেখেছেন শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। ক্রিকেট অধিনায়িকার ভূমিকায় যখন, তখন ম্যাচের কৌশলীও তাঁকে শিখতে হয়েছে অভিনেত্রীকে। এমনকী সূত্রের খবর, মিতালির বেশ কিছু ম্যাচের ক্লিপিংসও দেখে নিয়েছিলেন তাপসী। তা ক্যামেরার সামনে ক্রিকেট অধিনায়িকার ভূমিকা কতটা ফুটিয়ে তুলতে পারলেন অভিনেত্রী? সোমবার টিজারেই দেখা গেল তাঁর পয়লা ঝলক।
মিতালি বাস্তবে কতটা রাজত্ব করেছেন মাঠে? সেই ঝলকই উঠে এসেছে সৃজিতের শেয়ার করা টিজারে। পরপর ৭টি আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটের প্রতিটি ম্যাচে অর্ধ শতরান। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ৪টি বিশ্বকাপ খেলেছেন। সবচেয়ে কমবয়সী হিসেবে ২০০ রানের রেকর্ড গড়েছেন টেস্টে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানান জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।
দেখুন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘‘সাবাশ মিঠু’র টিজার।