Tamannaah Bhatia: Here's the truth behind Tamannaah's world 5th largest diamond ring

Tamannaah Bhatia: বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার আংটি তামান্নার হাতে, কে দিলেন? জানুন আসল সত্যি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অনেকেই জেনে অবাক হবেন তার কাছে রয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার আংটি । এটি অনেকের কাছে নতুন তথ্য হতে পারে, তবে বেশ কয়েক বছর আগে থেকে অভিনেত্রী এত মূল্যবান সম্পদের মালিক।

জানা গিয়েছে, সেই বহুমূল্য আংটি তাঁকে উপহার দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা। ২০১৯ সালে ‘নরসিংহ রেড্ডি’ ছবির শুট শেষে এই উপহার তিনি তুলে দেন তামান্না ভাটিয়ার হাতে। পেল্লাই আকৃতির এক হিরের আংটি পরা অভিনেত্রীর ছবি শেয়ারও করেছিলেন রাম চরণের স্ত্রী। যিনি ‘নরসিংহ রেড্ডি’র প্রযোজনাও করেছিলেন। এই আংটির দাম নাকি ২ কোটি টাকা।

আরও পড়ুন: Rubel-Sweta: ভেঙে গিয়েছে দুই গোড়ালি! শুটিং সেটে গুরুতর জখম রুবেল, দুশ্চিন্তায় প্রেমিকা শ্বেতা

প্রসঙ্গত, ‘নরসিংহ রেড্ডি’র শুটিংয়ে তামান্নার পারফরম্যান্সে খুশি হয়েই কোনিডেলা প্রযোজনা সংস্থার তরফে তামান্না ভাটিয়াকে এই হিরের আংটি উপহার দিয়েছিলেন রাম চরণের স্ত্রী উপাসনা।এমন গুঞ্জনই রটে গিয়েছিল সর্বত্র। এবার ফাঁস হল আসল রহস্য! তামান্নার আঙুলে যে আংটি দেখা যাচ্ছে, সেটা আদতেও হিরে নয়। আর এর দামও ২ কোটি না। এটি শুধুমাত্র একটি বোতল ওপেনার। প্রযোজক উপাসনা রসিকতা করেই এই ছবি টুইট করেন। যেখানে দুই তারকার খুনসুঁটি ভরা মেসেজ দেখা গিয়েছে।

আরও পড়ুন: Kache Koi Moner Kotha: ফুলশয্যায় স্ত্রীর বদলে মা? তুমুল কটাক্ষের মুখে মানালির নয়া সিরিয়াল