আপাতদৃষ্টিতে গোবেচারা ছোটখাটো মধ্যবয়স্ক এক ভদ্রলোক। মুখ খুললেই প্রবাদ-প্রবচন গুলিয়ে একাকার। খাবার দেখলে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। বাংলা সাহিত্যে লম্বা, ছিপছিপে, প্রখর বুদ্ধিদীপ্ত গোয়েন্দাদের ভিড়ে একেনবাবু অবশ্যই আলাদা। অনির্বাণ চক্রবর্তীর দক্ষ অভিনয়ে, সেই চরিত্রের পর্দা-সংস্করণকে বাঙালি ভারী ভালবেসে ফেলেছিল। ওটিটি মাধ্যম ‘হইচই’-এ ‘একেনবাবু’র পরপর পাঁচটি সিজন জনপ্রিয় হওয়ায় নির্মাতারা একেনবাবুকে বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেন। বড়পর্দায় সাফল্যের মুখ দেখে সেই সিনেমা। এবার ‘দ্য একেন’ মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।
এবারের কাহিনি দার্জিলংয়ের পাহাড়ে।আর রহস্য একটি নয়,জোড়া রহস্যের সমাধান করবেন একেনবাবু।দুই সঙ্গী প্রমথ ও বাপিকে নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছেন একেন্দ্র সেন।আর সেখানেই শ্যুটিংয়ে গিয়েছেন বাংলা সিনেমার স্বনামধন্যা অভিনেত্রী বিপাশা মিত্র। কিছুদিন ধরেই নায়িকার কালেকশনের একটা বিষ্ণু মূর্তি মিসিং।ঢেঁকি যেমন স্বর্গে গিয়েও ধান ভাঙে,ঠিক তেমনই ছুটিতে গিয়েও শান্তি নেই একেন বাবুর।মূর্তি চুরির রহস্য সমাধানের দায়িত্ব জোর করে একেনবাবুর কাঁধেই দিয়েছেন জনপ্রিয় নায়িকা।তার উপর আবার খুন হয়ে গিয়েছেন হোটেলের এক কর্মী।সেই খুনের তদন্তও করছেন একেন্দ্র সেন।
সবমিলিয়ে দার্জিলিংয়ে ঠাণ্ডায় নয়,রহস্যের শিহরণ।এবার একেনবাবু কি ভাবে জোড়া রহস্যের সমাধান করলেন সেই গল্প যাঁরা ছবি দেখে ফেলেছেন তাঁরা তো নিশ্চয় জানেন।আর যাঁরা দেখেননি তাঁদের জন্য সূবর্ণ সুযোগ।কারণ আগামী শুক্রবার থেকেই ওটিটি প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ‘দ্য একেন’-এর স্ট্রিমিং। আর স্ট্রিমিং শুরুর আগেই মুক্তি পেয়েছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবির নতুন ট্রেলার।