দু’দিন আগেও যাঁকে সত্যজিতের আদলে দেখা গিয়েছে, সত্যজিত হয়ে যিনি প্রশংসা কুড়িয়েছেন, এবার তিনি-ই ইতিহাসের পাতা উল্টাচ্ছেন । ঠিকই ধরেছেন, পরবর্তী সিনেমায় তিতুমীরের (Titumir) চরিত্রে অভিনয় করতে চলেছেন জিতু কমল (Jeetu Kamal) । পরিচালনায় দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় ।
একেবারে নতুন চরিত্র, চ্যালেঞ্জিং চরিত্রও । তাই জোরকদমে হোমওয়ার্কও শুরু করে দিয়েছেন অভিনেতা । তিতুমীরে (Jeetu Kamal as Titumir) একেবারে অন্য লুকে দেখা যাবে জিতুকে । তিতুমীরকে নিয়ে পড়াশোনা করছেন,আরও গভীরভাবে সবটা জানার চেষ্টা করছেন । অভিনেতার কথায়, ‘যত পড়ছি, জানছি তত কৌতূহল বাড়ছে ।’ সিনেমার জন্য ঘোড়সওয়ার ও লাঠি চালনা, তরোয়াল চালনারও প্রশিক্ষণ নেবেন অভিনেতা ।
আরও পড়ুন: Bonny-Koushani: একসঙ্গে ‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’ রাঁধছেন বনি-কৌশানী! ব্যাপারখানা কী ?
অভিনেতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রিপল আর-এর মতো বড় স্কেলে তৈরি হবে সিনেমা । ভিএফএক্স-এর সাহায্য নেওয়া হবে । অ্যাকশন দৃশ্যে প্রশিক্ষণ দেওয়া জন্য সলমন খানের ‘কিক’ ছবির ফাইট মাস্টারকে খবর দেওয়া হবে । অভিনেতার লুকেও বেশ খানিকটা বদল আনা হবে ।
সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে । মূলত, বোলপুরের কিছু জায়গায় ও ওড়িশার বালেশ্বরে শুটিং হবে । উৎপল দত্তের নাটক ‘তিতুমীর’ দেখার পরই তাঁর সম্পর্কে আগ্রহ আরও বাড়ে পরিচালকের । এরপরই ছবি তৈরির পরিকল্পনা করে ফেলেন ।
আরও পড়ুন: Katrina’s Birthday: জন্মদিন উদ্যাপনে মলদ্বীপে উড়ে গেলেন ক্যাট-ভিকি, আসবে প্রেগন্যান্সির খবর?