স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’। ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসার পর থেকেই দর্শক মনে প্রশ্ন কবে থেকে শুরু হবে সম্প্রচার। তবে টেলিপাড়া সূত্রে খবর ৬ জুন থেকে দর্শক দেখতে পাবেন ‘সাহেবের চিঠি’। এবার প্রশ্ন, কোন ধারাবাহিকের জায়গা নেবে এটা?
খবর বলছে, ৬ জুন থেকে রাত সাড়ে আটটার স্লটে দেখা যাবে ‘সাহেবের চিঠি’। ফলে জায়গা বদল হবে ‘মন ফাগুন’-এর। ঋষি-পিহুর রোম্যান্স হয়তো চলে যাবে রাত ১০টায়। আর জুন থেকেই বন্ধ হয়ে যাবে ‘গঙ্গারাম’। যদিও এখনও এই বিষয়ে নিশ্চিত খবর মেলেনি। সঙ্গে জানা যাচ্ছে জুনের শুরু থেকেই প্রতীক আর দেবচন্দ্রিমার ‘সাহেবের চিঠি’ শুরু করার ইচ্ছে ছিল নির্মাতাদের। কিন্তু ব্যাঙ্কিং এপিসোড কম তৈরি হওয়ার কারণে টেলিকাস্টের ডেট পিছিয়ে দিতে বাধ্য হন তাঁরা।
আরও পড়ুন: Pallavi Dey Death: গড়ফা ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার একাধিক নেশার বস্তু ও সরঞ্জাম
ইতিমধ্যেই ‘সাহেবের চিঠি’র প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। নতুন এই ধারাবাহিকে বাংলার জনপ্রিয় তারকা সাহেবের ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক। অন্যদিকে দেবচন্দ্রিমা অভিনয় করেছেন ডাকপিওন চিঠির ভূমিকায়। দুর্ঘটনায় পা হারানোর পর বদমেজাজি হয়ে ওঠে সাহেব। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে চিঠি। এভাবেই এগোয় ধারাবাহিকের গল্প।
এর আগে ‘মোহর’ সিরিয়ালে শঙ্খর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রতীক। তাঁর বিপরীতে মোহর হিসেবে দেখা গিয়েছিল সোনামণিকে। টেলিভিশনের পর্দায় দু’জনের প্রেমের কাহিনি বেশ জনপ্রিয় হয়েছিল। আবার ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠতা নিয়েও নানা খবর শোনা গিয়েছিল। তেমনই অনস্ক্রিন রসায়ন সাহেব ও চিঠির হতে চলেছে বলেই মনে করছেন অনুরাগীরা।
আরও পড়ুন: Dipika Chikhlia: ‘সীতা’র পরনে স্কার্ট, হাতে মদের গ্লাস, আপত্তি উঠতেই মুছলেন ছবি