Tollywood director in radar of wb women commission for misbehaving with actress

Tollywood: আর জি কর কাণ্ডের মাঝেই টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ নায়িকার, কাঠগড়ায় শাসক ঘনিষ্ঠ পরিচালক

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার আবহে কলকাতা শহরে ফের উঠল যৌন হেনস্থার অভিযোগ। উঠল টলিপাড়ার অন্দর থেকেই।

২১শে জুলাই-এর মঞ্চ হোক বা ফিল্ম ফেস্টিভ্যাল, সবেতেই একদম প্রথমসারিতে দেখা যায় ওই পরিচালককে। যদিও তাঁর নামে যৌন হেনস্থার অভিযোগ নতুন নয়, বছর চারেক আগে এক অভিনেত্রী প্রকাশ্যে ওই পরিচালকের নামে মিটুর অভিযোগ এনেছিলেন। পরে সেই মামলা ধামা চাপা পরে। এবার এক অপেক্ষাকৃত নবীন অভিনেত্রী অভিযোগ আনলেন পরিচালকের নামে। ঘটনাটি ঘটেছে এই বছর এপ্রিল মাসে। এক গোয়েন্দা ছবির শ্যুটিং চলাকালীন ওই অভিনেত্রীর সঙ্গে চিত্রনাট্য বোঝানোর আছিলায় নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন পরিচালক।

সূত্রের খবরএক জনপ্রিয় তারকা-পরিচালক ছবির চিত্রনাট্য বোঝাতে বোঝাতে অভিনেত্রীকে সপাটে চুমু খেয়ে বসেন। অভিনেত্রী ছোটপর্দার যথেষ্ট পরিচিত মুখ, এখন বড়পর্দাতেও কাজ করছেন। অভিনেত্রী যদিও ওই ছবির মুখ্য চরিত্র নন, তবু গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। পরিচালকের বহু ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে, সাম্প্রতিক সময়ে গোয়েন্দা গল্পেই বেশি মন দিয়েছেন পরিচালক। এরপরেই নাকি মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন ওই টলি-অভিনেত্রী। সেই প্রেক্ষিতেই এদিন বুধবার বিকেলে টলিপাড়ার সেই জনপ্রিয় পরিচালককে তলব করেছে মহিলা কমিশন। প্রসঙ্গতনামি গোয়েন্দার গল্প থেকে শুরু করে মিষ্টি প্রেমনানা স্বাদের গল্পের ছবি পরিচালনা করেছেন অভিযুক্ত পরিচালক। এদের মধ্যে অনেকগুলি ছবিই যে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে তা বলাই বাহুল্য।

ওই পরিচালকের ব্যক্তিগত জীবন নিয়েও কম রটনা নেই টলিপাড়ায়।  বছর চারেক আগে পরিচালকের স্ত্রী অভিযোগ করেছিলেন ডিভোর্স না দিয়েই দীর্ঘদিন ধরে অন্য নারীর সঙ্গে লিভ ইনে রয়েছেন তিনি। ওদিকে সেইসময় নামী অভিনেত্রীর অভিযোগ ছিল, স্ক্রিপ্ট রিডিং সেশনে ফাঁকা অফিসে ডেকে কথোপথনের ফাঁকেই নাকি ওই পরিচালক মাথায়-পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করেন। তবে সঙ্গিনী এসে যাওয়ায় বেশি দূর এগোতে পারেননি তিনি। আশ্চর্যের বিষয় হল, আরজি কর কাণ্ডেও ওই তারকা পরিচালককে মোমবাতি হাতে পথে দেখা গিয়েছে!  এদিন মহিলা কমিশনে হাজিরা দিলেন গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। অন্যদিকে অভিযোগকারিণীও এই নিয়ে আপতত সংবাদমাধ্যমে কথা বলতে চান না, জানান- তিনি বিধ্বস্ত।